DPE Primary Assistant Teacher Question Solution 24 May 2019
DPE Assistant Teacher Exam. Assistant Teacher Exam Question Solve. DPE School Teacher Job Exam Question Solve. প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান. DPE Assitant Teacher Recruitment Exam Question Solve.
Contents
Primary Assistant Teacher Exam 2019
Directorate of Primary Education (DPE) has announce the notice. Primary Assistant Teacher Exam will held on 24 May 2019, Friday. What is the plan of authority? DPE already change the exam dates for three times. And, finally they published the full plan of Assistant Teacher Exam.
What was the full notice? So, DPE announce the notice on their site. They published 4 times of date for exam of four phase. But all the phase of exam will not taken at a time. So what? They announce all four dates for MCQ exam.
[Article]
First phase of exam will be held on 24 May 2019. When second one? Second one will held on 31 May 2019. What about the last two one? Third phase of exam will held on 21 June 2019 and The Last on will be on 28 June 2019.
Recommended For You
1st Phase Exam Question Solution of 24 May
2nd Phase Exam Question Solution of 31 May
3rd Phase Exam Question Solution of 21 June
4th Phase Exam Question Solution of 28 June
Primary Assistant Teacher Exam 2019 Question Solve
[Article]
Where we find the Question Solve for DPE Assistant Exam 2019? Not to worry. As we are here to help you. Assistant Teacher Exam 2019 has been completed on 24 May 2019. So, today we will discuss about the Solution of DPE Teacher Recruitement Exam Question.
So, you want a Complete Solution of the Primary Teacher Job Application Exam Question. As we are here to give you a solution of the exam question. Lets Begin the Discussion below. Please inform us if you got any wrong answer in the list. Comment the correct answer.
DPE Primary School Teacher Exam 2019 Question Solution
১. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
(ক) ১৬
(খ) ১৮
(গ) ২০
(ঘ) ২২
২. The opposite word of “Delete” is
(ক) Delay
(খ) Insert
(গ) Trap
(ঘ) Injure
[Article]
৩. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়?
(ক) ত, থ
(খ) ঋ, র
(গ) ট, ঠ
(ঘ) ই, উ
৪. যদি x + y = ১৭, xy = ৬০ হয় তবে x – y এর মান কত?
(ক) ৯
(খ) ৫
(গ) ৭
(ঘ) ৮
৫. যদি (x – y)২ = ১২ এবং xy = ১ হয় তবে x ২+y ২= কত?
(ক) ১৩
(খ) ১৪
(গ) ১১
(ঘ) ১২
৬. ‘শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি?
(ক) রজনী
(খ) দীন
(গ) রাত
(ঘ) দিবস
[Article]
৭. কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোর
(খ) মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদে
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দান
(ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধানমন্ডি ৩২নং বাড়ীতে
৮. ৩টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩টি সংখ্যাসহ মোট ৪টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত?
(ক) ৫
(খ) ৬
(গ) ৭
(ঘ) ৮
৯. ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) গা + য়ক
(খ) গৈ + অক
(গ) গো + অক
(ঘ) গা + অক
১০. What is the noun of “Accept”
(ক) Acceptably
(খ) Acceptance
(গ) Accepted
(ঘ) Acceptable
১১. শুদ্ধ বানান কোনটি?
(ক) মুমুর্ষূ
(খ) মুমূর্ষু
(গ) মুমূর্ষূ
(ঘ) মূমর্ষ
১২. a – ১/a = ৩ হলে a ২ + ১/a ২ এর মান কত?
(ক) ১৪
(খ) ১৬
(গ) ১১
(ঘ) ১২
১৩. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি-
(ক) পূরক কোণ
(খ) স্থূল কোণ
(গ) সরল কোণ
(ঘ) সূক্ষ কোণ
[Article]
১৪. কোন একটি স্কুলের শিক্ষক – শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ওই স্কুলের শিক্ষক – শিক্ষিকার সংখ্যা কত?
(ক) ৮০
(খ) ৮৫
(গ) ১২০
(ঘ) ৯০
১৫. “The Spirit of Islam” বইটির লেখক কে?
(ক) সৈয়দ আমির আলি
(খ) হাজী মুহম্মদ মহসীন
(গ) বেগম রোকেয়া
(ঘ) মওলনা আবুল কালাম আজাদ
১৬. পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১* হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
(ক) ৪ মিনিট
(খ) ৫ মিনিট
(গ) ২০ মিনিট
(ঘ) ১ মিনিট
১৭. Rajshahi is … sugar growing arears in Bangladesh.
(ক) one of the largest
(খ) largest
(গ) one of the larger
(ঘ) one of largest
১৮. There is … milk in the grass.
(ক) a little
(খ) a big amount
(গ) much
(ঘ) small
[Article]
১৯. Choose the word with correct spelling.
(ক) ricieve
(খ) receve
(গ) receive
(ঘ) recieve
২০. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি?
(ক) ১৮, ১৯
(খ) ২০, ২১
(গ) ১২, ১৩
(ঘ) ১৫, ১৬
২১. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
(ক) ২৯৮টি
(খ) ২৮০টি
(গ) ২২৩টি
(ঘ) ১৭১টি
২২. She was blessed … a son.
(ক) by
(খ) for
(গ) in
(ঘ) with
২৩. ‘দেশে বিদেশে’র লেখক কে?
(ক) সৈয়দ মুজতবা আলী
(খ) ফররুখ আহমেদ
(গ) শওকত ওসমান
(ঘ) সৈয়দ শামসুল হক
[Article]
২৪. The Synonym of “Crime” is
(ক) Offense
(খ) Trial
(গ) Mistake
(ঘ) Thief
২৫. English … across the world.
(ক) has spoken
(খ) speaks
(গ) is speaking
(ঘ) is spoken
২৬. একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেলো। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৩০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিলো?
(ক) ১২৫
(খ) ২০০
(গ) ১৫০
(ঘ) ২১০
২৭. Which sentence is correct?
(ক) He does not know how to swim.
(খ) none of these
(গ) He do not know how to swin.
(ঘ) He does not know to swim.
২৮. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
(ক) ৩০০ জন
(খ) ৩৪৫ জন
(গ) ৩৫০ জন
(ঘ) ৩৫৫ জন
২৯. Of the four books, the red one is the …
(ক) more cheaper
(খ) cheapest
(গ) cheap
(ঘ) cheaper
[Article]
৩০. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি?
(ক) বাইট
(খ) DPI
(গ) পিক্সেল
(ঘ) হার্জ
৩১. ‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
(ক) গো + এষণা
(খ) গো + ষণা
(গ) গ + এষণা
(ঘ) গব + এষণা
৩২. Singular form of ‘data’ is?
(ক) none
(খ) datum
(গ) dat
(ঘ) datas
৩৩. The feminine form of the word “Author” is?
(ক) Authoress
(খ) Authores
(গ) Authors
(ঘ) Authorss
৩৪. চাউল, চিনি, পানি এগুলো কী বাচক বিশেষ্য?
(ক) জাতিবাচক
(খ) বস্তুবাচক
(গ) সমষ্টিবাচক
(ঘ) ব্যক্তিবাচক
৩৫. ‘সুনাম’ শব্দের ‘সু’ কোন উপসর্গ?
(ক) বাংলা
(খ) আরবি
(গ) ফারসি
(ঘ) সংস্কৃত
[Article]
৩৬. “গাছপাথর” বাগধারাটির অর্থ কি?
(ক) বাড়াবাড়ি করা
(খ) ভূমিকা করা
(গ) হিসাব নিকাশ
(ঘ) অসম্ভব বস্তু
৩৭. The antonym of ‘insipid’ is-
(ক) exciting
(খ) sanguine
(গ) cold
(ঘ) dull
৩৮. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
(ক) কোলন
(খ) সেমিকোলন
(গ) ড্যাশ
(ঘ) প্রশ্নচিহ্ন
৩৯. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন
(ক) শেখ হাসিনা
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) সম্রাট আকবর
(ঘ) শায়েস্তা খান
৪০. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘চরমপত্র’ কে পরিচালনা ও উপস্থাপনা করেন-
(ক) এম এ আজিজ
(খ) আবু হেনা মোস্তফা কামাল
(গ) এম আর আকতার মুকুল
(ঘ) বেলাল মোহাম্মদ
৪১. “উলুখাগড়া” শব্দটির অর্থ কি?
(ক) রাজাবাদশা
(খ) এক শ্রেণীভুক্ত
(গ) লাকড়ি
(ঘ) গুরুত্বহীন লোক
৪২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-
(ক) Nikolai Podgorny
(খ) Leonid Brezhnev
(গ) Mikhail Gorbachev
(ঘ) Nikita Khrushev
[Article]
৪৩. ‘I hardly go out after dusk.’ The correct bangla translation is:
(ক) আমি সন্ধ্যার পর পরেই বাইরে যাই।
(খ) আমি সন্ধ্যার পর প্রায়ই বাইরে যাই।
(গ) আমি সন্ধ্যার পর মোটেও বাইরে যাই না।
(ঘ) আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই।
৪৪. ‘Deciduous’ trees are trees those
(ক) have delicious leaves
(খ) lose the leaves annually
(গ) have fleshy leaves
(ঘ) are extremely big
৪৫. ১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন-
(ক) জেনারেল রাও ফরমান আলী
(খ) জেনারেল জিয়াউর রহমান
(গ) জেনারেল টিক্কা খান
(ঘ) জেনারেল ইয়াহিয়া খান
৪৬. ‘সমাস’ শব্দের অর্থ কি?
(ক) সংযোজন
(খ) সংশ্লেষণ
(গ) বিশ্লেষণ
(ঘ) সংক্ষেপণ
৪৭. জন্মহীন মৃত্যুহীন-
(ক) আমৃত্যু
(খ) অজ
(গ) অজেয়
(ঘ) অয
[Article]
৪৮. একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:১। উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
(ক) ১৭৭৫
(খ) ১৮৭৫
(গ) ১৬৭৫
(ঘ) ১৫৭৫
৪৯. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
(ক) ৩
(খ) ৮
(গ) ৬
(ঘ) ৪
৫০. Which one is correct?
(ক) One of friends is a lawyer.
(খ) One of friend are a lawyer.
(গ) One of friends are a lawyer.
(ঘ) One of friend is a lawyer.
৫১. কষ্টে লাভ হয় যা-
(ক) দুর্লভ
(খ) সুলভ
(গ) দুর্লভ্য
(ঘ) দূর্লভ
৫২. শুদ্ধ বানান কোনটি?
(ক) বিভিষীকা
(খ) বিভীষিকা
(গ) বিভিষিকা
(ঘ) বিভীষীকা
৫৩. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-
(ক) বিচারপতি আব্দুস সাত্তার
(খ) বিচারপতি আবু সাইদ চৌধুরী
(গ) বিচারপতি এম এন হুদা
(ঘ) বিচারপতি এ বি সিদ্দীক
৫৪. BRICS প্রতিষ্টিত ব্যাংকের নাম-
(ক) New Development Bank
(খ) Newly Development Bank
(গ) BRICS Development Bank
(ঘ) Developing Bank
[Article]
৫৫. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজী এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
(ক) ৫৬০
(খ) ৬০০
(গ) ৪০০
(ঘ) ৫০০
৫৬. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ এবং দ্বিতীয় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষনে পূর্ণ হবে?
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬
৫৭. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
(ক) ৫৭
(খ) ৭৫
(গ) ৩৯
(ঘ) ৯৩
৫৮. The passive form of “I know him”
(ক) He was known to me.
(খ) He is known to me.
(গ) I was known to him.
(ঘ) He known to me.
৫৯. “pass away” means:
(ক) to cross
(খ) disappear
(গ) die
(ঘ) erase
৬০. ঢাকাতে ২৪ মে দুপুর ১২টার সময় লন্ডনে সময় হবে-
(ক) ২৪ মে সন্ধ্যা ৬টা
(খ) ২৪ মে রাত ১২টা
(গ) ২৫ মে রাত ১২টা
(ঘ) ২৪ মে সকাল ৬টা
[Article]
৬১. ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
(ক) চুম্বকশক্তি
(খ) শব্দশক্তি
(গ) তাপশক্তি
(ঘ) শব্দ ও তাপশক্তি
৬২. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১
(ক) ১৩
(খ) ১৪
(গ) ১২
(ঘ) ১৫
৬৩. একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুন পরিমানে পেলে শিক্ষার্থীর সংখ্যা কত?
(ক) ৭০
(খ) ৮৫
(গ) ৩০
(ঘ) ৭৫
৬৪. Which one of the following words is not plural?
(ক) Men
(খ) Feet
(গ) Lice
(ঘ) News
৬৫. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে
(ক) জটিল বাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) মিশ্র বাক্য
(ঘ) সরল বাক্য
[Article]
৬৬. ০.১x ১.১x ১.২ / ০.০১x ০.০২ এর মান কত?
(ক) ৫৫০
(খ) ২০০
(গ) ১২০
(ঘ) ৬৬০
৬৭. The meaning of the word “obese” is:
(ক) tardy
(খ) obnoxious
(গ) very fat
(ঘ) ugly
৬৮. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন?
(ক) ৯ বার
(খ) ৭ বার
(গ) ৮ বার
(ঘ) ৫ বার
৬৯. ‘আগ্নেয়’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
(ক) অগ্নী + এয়
(খ) অগ্নি + ষ্ণেয়
(গ) অগ্নি + এয়
(ঘ) অগ্নি + য়
৭০. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
(ক) জাতীয় তথ্য কমিশন
(খ) দুর্নীতি দমন কমিশন
(গ) জাতীয় মানবাধিকার কমিশন
(ঘ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
[Article]
৭১. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া আছে। বেড়ার মোট দোরঘ কত?
(ক) ২২০
(খ) ২১০
(গ) ২০০
(ঘ) ১৮০
৭২. ধ্বনির পরিবর্তন কত প্রকার?
(ক) পাঁচ প্রকার
(খ) দুই প্রকার
(গ) তিন প্রকার
(ঘ) চার প্রকার
৭৩. কোনটি প্রাদী সমাসের উদহারণ?
(ক) গৃহস্ত
(খ) ছা-পোষা
(গ) উপকূল
(ঘ) প্রগতি
৭৪. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
(ক) বিষুব অঞ্চলে
(খ) মেরু অঞ্চলে
(গ) পাহাড়ের উপর
(ঘ) পৃথিবীর কেন্দ্রে
৭৫. ২১শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
(ক) UNDP
(খ) UNESCO
(গ) UNEP
(ঘ) UNICEF
৭৬. ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) তারেক মাসুদ
(খ) আব্দুল গফফার চৌধুরী
(গ) নাসির উদ্দিন ইউসুফ
[Article]
৭৭. এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ?
(ক) ১/৪
(খ) ১/২
(গ) ২/৩
(ঘ) ১/৩
৭৮. দুই অংক বিশিষ্ট কোনো সংখ্যার অনেক দুটির অন্তর ২, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন উপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?
(ক) ৫৭
(খ) ৪৬
(গ) ৩৫
(ঘ) ২৪
৭৯. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে?
(ক) ৮টি
(খ) ১০টি
(গ) ১৭টি
(ঘ) ২১টি
৮০. ‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
(ক) স্মরণী
(খ) সমরণি
(গ) সরণি
(ঘ) সরণী
DPE Assistant Teacher Exam Admit Card Download
If you are a candidate of Primary Assistant Teacher Exam 2019. So, you need to download the Admit Card before exam. Why? because any of student can’t attend the exam without Admit Card. So, please Download the Admit Card.
When to get admit card? So, according to the notice, you can download your Admit Card before DPE Exam 2019. Because Admit Card download option will open before 5 days of exam only. So, you can download your exam Primary Teacher Exam Admit Card before 5 days of every phase.
[Article]
Click Here to Download Your DPE Assistant Teacher Exam Admit Card
Important Dates and Time of DPE Assistant Teacher Recruitment Exam
Notice Published Date: 16 May 2019
1st Phase MCQ Exam Date: 24 May 2019
2nd Phase MCQ Exam Date: 31 May 2019
3rd Phase MCQ Exam Date: 21th June 2019
4th Phase MCQ Exam Date: 28th June 2019
Primary Teacher Recruitment Test Helpline
If you are candidates of DPE Assistant Teacher Job Exam 2019, then you are in the perfect place. So, we are working to gather all the information about Primary Teacher Recruitment Exam. So, stay with us and keep visiting our site. If you need any help please comment on the post below.