43 BCS MCQ Preli Question Solution
BCS exam is the most competitive exam in Bangladesh. So, a large amount of candidates join the exam. 43th bcs exam is one of the largest exam of them. Today Preliminary MCQ exam is held for 43th BCS exam. So, we’re going to publish complete question solution of 43th bcs preli mcq.
[Text]
According to the Public service commission who are responsible for BCS exam publish the 43th bcs exam routine a few days ago. So, today 43 bcs exam is held. After exam a lot of candidates are searching for the question solution of the exam. So, we plan to publish 43th bcs complete question solution for preli exam.
Contents
43th BCS Preli MCQ Exam 2021
BCS is one of the largest public job exam in Bangladesh. A lot of student wishes to join this exam as this is the most demand able government job sector in Bangladesh. As sequence, PSC publish the 43th BCS Circular a few days ago on their website. We publish the 43th BCS Circular and Syllabus and Application process on our website a few days ago.
[Article]
So, a lot of candidates and students apply for the circular of 43 BCS exam. After complete the application process they publish 43th bcs admit card. We also make a tutorial on how to download 43 bcs admit card from bpsc.gov.bd. Today 43th BCS Preliminary MCQ exam is held.
43 BCS Preli Exam Question Solution 2021
After every BCS exam, we publish complete bcs exam question solution on our website first on net. As a result, all the bcs candidates got their result before all other website. So, they can judge them how they solve the bcs exam question. It’ll help them to stress out from panic of bad result.
[Text]
As like other BCS exam, We also make a complete solve for all subject of 43th BCS exam. In this post we’re going to publish complete BCS exam question solution for 43 BCS for all subject. So, if you are a candidate of 43th BCS exam set your back and read the whole article step by step. Then, you’ll get all subject solution for 43th BCS Preli exam.
পূর্ণাঙ্গ সমাধানের কাজ চলছে। অনলাইন এ আমরাই সবার আগেই সমাধান দিয়ে থাকি। কিছুক্ষন পর পর পেজটি রিফ্রেশ করুন। সবার আগেই সমাধান পাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
[Text]
43th BCS Preli General Knowledge Question Solution
১। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিকল্প সরকার’লতে কী বােঝায়?
- বিরােধী দল
২। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
- মােহাম্মদ হানিফ
৩। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
- এ কে এম আব্দুর রউফ
৪। বাংলার প্রাচীন জনপদ কোনটি?
- পুণ্ডু
৫। বাংলাদেশ সংবিধানের কোন অনুষদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
- ২৮ (২)
৬। কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
- ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস
৭। বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?
- ১৯৭৪ সালে
৮। বাংলাদেশে ভােটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
- ১৮ বছর
৯। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন
- অ্যাটর্নি জেনারেল
১০। নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
- বৌদ্ধ ধর্ম
১১। একনেক (ECNEC)-এর প্রধান কে?
- প্রধানমন্ত্রী
১২। ‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
- গম
১৩। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
- ২০০৯
১৪। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িতে কে ছিলেন?
- তাজউদ্দীন আহমদ
১৫৷’রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন
- আব্দুল্লাহ মােহাম্মদ সাদ
১৬। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি’-এর কথা উল্লেখ করা হয়েছে?
- ৮৭
১৭। নিপাের্ট (NIPORT)কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
- জনসংখ্যা গবেষণা
১৮। আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
- বেদ
১৯। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
- কুমিল্লা ও নােয়াখালী
২০। কোনটি সাংবিধানিক পদ নয়?
- চেয়ারম্যান মানবাধিকার কমিশন
২১। বাংলাদেশে কোনটি ব্যাংক নােট নয়?
- ১০ টাকা
২২। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
- ১৯৯৮ সালে
২৩। ‘Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?
- রেহমান সােবহান
২৪। ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
- ৮নং সেক্টরে
২৫। নিমােক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
- ২০১৫
২৬। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত?
- তামাক
২৭। ‘সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট?
- স্টক মার্কেট
২৮। ওরাওঁ জনগােষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
- রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে
২৯। ১৯৬৬ সালের ৬ দফার কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
- ৩টি
৩০। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
- মূল্য সংযােজন কর
[Text]
43 BCS International Relation Question Solve
৩১। জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
- এডেন উপসাগরের পাশে
৩২। নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
- আসিয়ান আঞ্চলিক ফোরাম
৩৩। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
- ১৫ সেপ্টেম্বর
৩৪। ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
- UNIIMOG
৩৫। ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?
- জার্মানি
৩৬। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
৩৭। United Nations Framework Convention on Climate Change-এর মূল আলােচ্য বিষয়
- গ্রীন হাউজ গ্যাসের নিঃসরণ ও প্রশমন
৩৮। কোন রাষ্ট্রটি বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
৩৯। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
- ভারত ও চীন
৪০। বাংলাদেশ কোনটির সদস্য নয়?
- OAS
৪১। চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম
- উইঘুর
৪২। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
- ১৭টি
৪৩। বিশ্ব মানবাধিকার দিবস
- ১০ ডিসেম্বর
৪৪।World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
- World Bank
৪৫। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
- মালয়েশিয়া
৪৬। ‘The lady with the Lamp’ নামে পরিচিত
- ফ্লোরেন্স নাইটিঙ্গেল
৪৭। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম
- ন্যাশনাল ইউনিটি সরকার
৪৮। আকাবা একটি
- সমুদ্র বন্দর
৪৯। Trafalgar Square-এর অবস্থান
- ইংল্যান্ডে
৫০। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়
- মধ্য আমেরিকায়
43 BCS Environment and Geography Question Solve
৫১। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?
- দিনাজপুর
৫২। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
- ভূমিকম্প
৫৩। নিম্নের কোন দুর্যোগ ‘hydro-meteorological’ দুর্যোগ হিসেবে পরিচিত?
- ভূমিধস বন্যা ,ঘূর্ণিঝড় (তিনটাই উত্তর)
৫৪। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লবিত হয়?
- ম্যানগ্রোভ বন
৫৫। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
- সেন্ট মার্টিনস
৫৬।বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সােপান দেখা যায়?
- কুমিল্লা
৫৭। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
- মায়ানমার
৫৮। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
- পূর্বাঞ্চল
৫৯। সােয়াচ অব নাে গ্রাউন্ড” কী?
- সাবমেরিন ক্যানিয়ন
৬০। নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ?
- নড়িয়া
43 BCS Preli Science Question Solution
43th BCS Bangla Preli Question Solution
১৩১। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
- সম্প্রদান কারক
১৩২। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
- হিত্তিক ও তুখারিক
১৩৩। ‘রুখের তেন্ডুলি কুমীরে খাই’-এর অর্থ কী?
- বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
১৩৪। কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
- ১৮৬৫
১৩৫। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?
- স্বর্ণকুমারী দেবী
১৩৬। আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
- শেখ মুজিবুর রহমান
১৩৭। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
- পদ্মাপুরাণ
১৩৮। দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপাষকতা লাভ করেন?
- জমিদার নিজাম শাহ
১৩৯। কোনটি নামধাতুর উদাহরণ?
- বেতা
১৪০। ‘গভলিকা প্রবাহ’ বাগধারায় ‘গডল’ শব্দের অর্থ কী?
- ভেড়া
১৪১। তাতে সমাজজীবন চলে না।’-এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
- তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে
১৪২। “তােমারেই যেন ভালােবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।”- বুবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
- অনন্ত প্রেম
১৪৩। হরপ্রসাদ শত্রীর উপাধি কী?
- মহামহােপাধ্যায়
১৪৪। ক্ষুদ্র জাতিগােষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
- কর্ণফুলি
১৪৫. নীল লােহিত কোন লেখকের ছদ্মনাম?
- সুনীল গঙ্গোপাধ্যায়
১৪৬, বাগযন্ত্রের অংশ কোনটি?
- দাঁত
১৪৭. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
- নেপাল
১৪৮. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
- নেকড়ে অরণ্যে
১৪৯. বড় > বড়- এটি কোন ধরনের পরিবর্তন?
- ব্যঞ্জনদ্বিত্ব
১৫০. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী?
- বৃহৎ বিষয়
[Article]
১৫১ ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?
- আবুল মনসুর আহমদ
১৫২.“ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামাল ছেলে?
- কামাল পাশা
১৫৩. Attested’ শব্দের বাংলা পরিভাষা কী?
- সত্যায়িত
১৫৪. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’ -এ বাক্যে ‘ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?
- পৌনঃপুনিকতা
১৫৫. মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
- শঙ্খ ঘােষ
১৫৬. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ?
- ফারসি
১৫৭. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
- আ
১৫৮. ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?
- বেঁচে থাকার ইচ্ছা
১৫৯. ভুল বানান কোনটি?
- ভূবন
১৬০. ‘যনি িবদ্বািন, তিনি সর্বত্র আদরণীয়।’ -এটি কোন ধরনের বাক্যে?
- জটিল বাক্য
১৬১. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
- কর্মধারয়
১৬২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
- দেবানন্দপুর গ্রাম, হুগলি
১৬৩. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়-
- ১৯ জানুয়ারি, ১৯২৬
১৬৪. সজনীকান্ত দাস সম্পদিত পত্রিকার নাম কী?
- শনিবারের চিঠি
১৬৫. মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ কে রচনা করেন এই ক্যাব্যাখানি?
- জীবনানন্দ দাশ
43th BCS Preli English Question Solve
১৬৬. Who is not an Irish writer?
- D.H. Lawrence
১৬৭. ‘A “herd” of cattle is passing.’ The underlined word is a/an
- collective noun
১৬৮. What is the antonym for the word ‘deformation?
- wholeness
১৬৯. Words inscribed on a tomb is an-
- epitaph
১৭০. The phrase ‘dog days’ means –
- hot weather
১৭১. Which gender is the word orphan’?
- generous
১৭২. What is the noun form of the word laugh’?
- laughter
১৭৩. Identify the word which is spelt incorrectly:
- ocassion
১৭৪. Change the voice: “Nobody trusts a traitor.’
- A traitor is not trusted by anybody.
১৭৫.Who wrote the play ‘The Way of the Word?
- William Congreve
১৭৬. “Better to reign in Hell, than serve in Heav’n.” Who wrote this?
- John Milton
১৭৭. Who is not a modern poet?
- John keats
১৭৮. Who is the author of the novel ‘The God of Small Things’?
- Arundhati Roy
১৭৯. “Moby Dick’, a novel, was written by-
- Herman Melville
১৮০. “If Winter comes, can Spring be far behind?”-Who wrote this?
- P.B. Shelley
১৮১. O’ Henry was from –
- America
১৮২. Where is the setting of the play ‘Hamlet’?
- Denmark
[Text]
১৮৩. What is the adjective form of the word ‘people”?
- populous
১৮৪. ‘He contemplated marrying his cousin.’ Here ‘marrying’ is a/an
- gerund
১৮৫. No Second Troy’ is a –
- poem
১৮৬. The word ‘to genuflect’ means
- to bend the knee
১৮৭. Fill in the blank: ‘She went to New Market
- on foot
১৮৮. What kind of play is ‘Julius Ceasar”?
- historical
১৮৯. Fill in the gap: Birds fly — in the sky.
- at large
১৯০. Who is the author of ‘Jane Eyre”?
- Charlotte Bronte
১৯১. Which of the following novels is not written by an English writer?
- One Hundred Years of Solitude
১৯২. A speech full of too many words is
- a verbose speech
১৯৩. Who is the poet of the poem ‘Ozymandias”?
- P.B Shelley
১৯৪. The most famous romantic poet of English literature is!
- William Wordsworth
১৯৫. Identify the correct synonym for the word ‘magnanimous’
- generous
১৯৬. Choose the right form of verb: It is high time we (act) on the matter.
- acted
১৯৭. —-was both a poet and a painter.
- William Blake
১৯৮. Identify the correct sentence:
- The girl burst into tears
১৯৯. The phrase ‘sine die’ means
- uncertain
২০০. Do you have any money_you?
- on
[Article]
[Text]
[Text]