NSI Assistant Director Exam Question Solution 2019
NSI Assistant Director Question Solution 2019. NSI Exam Question Solution 2019. Prime Minister Office NSI Question Solution 2019. NSI er Porikkhar Proshno Somadhan. PMO NSI Exam 28-10-2019. NSI All Question Solution. PMO NSI Assistant Director Exam Question. nsi.teletalk.com.bd.
[Text]
Contents
NSI Assistant Director Exam 2019
Therefore, all we know NSI is a department under PMO. So, Prime Minister Office handle the NSI Recruitment. As a result, PMO published a new NSI Job Circular last month. So, they are now taking exam of that circular. So that, on 28 September NSI Assistant Director Exam begin.
[Text]
But, there are several post for the NSI exam. PMO only published a few exam date. So, we hope PMO will publish all the NSI Exam Date as soon as possible. We also published NSI Exam date and Admit Card Download option on our website. Now we are publishing NSI Exam Question Solution.
প্রশ্নপত্র সমাধানের কাজ চলছে। সাথেই থাকুন। কিছুক্ষন পর পর পেজটি রিলোড দিন।
NSI AD Exam Question Solution
[Text]
NSI Bangla Part Solution
1. নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক?
- উন্মীলন- নিমীলন ( উন্মীলন অর্থ প্রকাশিত আর নিমীলন অপ্রকাশিত)
2. নিচের কোনটি ফারসি উপসর্গ?
- কম
3. রাতে তারা দেখা যায়-এ বাক্যে “রাতে কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭মী ( এটি কালাধিকরণের উদাহরণ। যেমন প্রভাতে সুর্য ওঠে)
4. নাতিশীতােষ্ণ কোন সমাসের উদাহরণ?
- নঞ তৎপুরুষ (ব্যাসবাক্যঃ নয় শীত নয় উষ্ণ)
5. নিচের কোনটির তৎপুরুষ সমাসের উদাহরণ?
- সােনার তরী
6. কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি?
- তরবারি
7. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে-
- তুর্কি
8. মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি?
- মুখর
9. “Defendant”শব্দের বিপরীত শব্দ কোনটি?
- বিবাদি (defendant এর অর্থ – সমর্থক, রক্ষক, প্রতিবাদী, আসামী, আসামি, বিবাদী, অভিযুক্ত ব্যক্তি)
10. হাড়ে বাতাস লাগা বাগধারাটির অর্থ কী?
- কোনােটিই নয় (সঠিক অর্থ স্বস্তি পাওয়া)
[Text]
11. উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- উৎ+স্থাপন
12. কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
- কুহকিনী ( এটি নী, ঈনী-প্রত্যয় যােগে গঠিত ; যেমনঃ মায়াবীমায়াবিনী, কুহক-কুহকিনী, যােগী-যােগিনী, মেধাবী-মেধাবিনী, দুঃখী-দুঃখিনী)
13. নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য হয়?
- বাণ
14. কাঁদনা> কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
- সমীভবন (দুটি ব্যঞ্জনধ্বনির একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলে)
15. নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে?
- আমরা (এটি একশেষ দ্বন্দ্বের উদাহরণ)
16. যুব সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
17. বার্ধক্য তাহাই যাহা- পুরাতনকে ,মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে-অতিথি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ বিশেষ?
- যৌবনের গান
18. নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত?
- অতসী মামী
19. কবি জসীম উদ্দীন রচিত বিখ্যাত রুপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
- নকশী কাঁথার মাঠ
20. ঐতিহাসিক ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন?
- চন্দ্রকুমার দে
[Text]
English Part Question Solution
21. Raucous
22. Average
23. Limpid
24. Significant
25. Consent
Read the text below and decide which answer best fits each gap: (Passage)
26. Congenial
27. Commodity
28 Equivalent
29. Conveted
30. Extracted
[Text]
Choose the underlined part in each sentence that is incorrect if the sentence is correct as it index markOS.
31. “There is no mother but loves her child.”
- Ans; no error
32. I need to buy some equipment.
- Ans: No error
33. I would rather die than bribe.
- Ans; no error
34. The picture has hung on the wall.
- Ans; has ( Correct; has been)
35. I prefer tea than coffee in the morning.
- Ans: than (Correct; to)
Choose the similar word from below:
36. It is raining“ cats and dogs”-
- Ans; heavily
37. The manager” looked into the matter.
- Ans: investigate
38. He could not “ deny”.
- Ans; refuse
39. He has gone to the USA “for good”.
- Ans: forever
40. The Machine is “ out of order”.
- Ans: None ( out of order means not working properly or at all.)
[Text]
Math Part Question Solution
41. ২ক2-১৬+৮=০ হলে ক এর সম্ভাব্য মানফলের যােগফল কত ?
- উত্তরঃ ৮
42. একটি ঝুড়িতে রাখা আম কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 2:3:2. ঝুড়ি থেকে কিছু আম সরানাে হলাে এবং নতুন কিছু কমলা ও লিচু রাখা হলাে। এতে করে ঝুড়িতে আম কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 9:54. ঝুড়িতে পরবর্তীতে যােগ করা লিচুর সংখ্যা সর্বনিম্ন কত?
- উত্তরঃ ২
43. আবুলের সাপ্তাহিক বেতন 16% বৃদ্ধি পেলে তিনি প্রতি মাসে ৪12 টাকা উপার্জন করতে পারেন যদি তার সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধি পেত, | তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন?
- উত্তরঃ ৭৭০
44. একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ঘনকের সমতলের ক্ষেত্রফল কত বর্গমিটার?
- উত্তরঃ ৫৪
45. একটি ঘড়িতে যখন সকাল 10:12 তখন ঘন্টা 5 মিনিটের কাটার মধ্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
- উত্তরঃ ১২৬
46. একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে পাস করেছে , অন্য একটি ক্লাসের 100 জন ছাত্রের 60% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মােট 55% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে, দুই ক্লাসের মােট ছাত্র সংখ্যা কত ?
- উত্তরঃ ২০০
47. X এর সকল মানের জন্য (nx+2) (bx+7) = 15×2+CX+14 এবং a+b=4 হলে, c এর মান কত হতে পারে?
- উত্তরঃ ৩১, ৪১
48. একটি খাবারের দোকানে দুই ধরনের খাবার পাওয়া যায় যার মূল্য 35 টাকা ও 20 টাকা, একদিনে দুই ধরনের মােট 209 টি খাবার বিক্রি করে ৪365 টাকা পাওয়া গেলে, 65 টাকা মূল্যের খাবার কয়টি বিক্রি হয়েছিল?
- উত্তরঃ ৯৩
49. আশা 300 টাকা কেজি দরে খেজুর বিক্রি করে আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা 900 গ্রামকে এক কেজি দেখায় । রমজান মাসে 10% মূল্য হ্রাসে | খেজুর বিক্রি করে কোন লাভ বা লােকসান না করলে খেজুর এর ক্রয় মূল্য কত টাকা?
- উত্তরঃ কোনটিও নয়
50. সজিব তার বাসা থেকে 4 কিলােমিটার দূরে লােকালয়ে গিয়ে ফেরত আসলাে যাবার পথে তার 50 মিনিট সময় লাগলেও ফেরত আসার | সময় তার গতি 10% কমে গেলে দোকানে আসা যাওয়াতে সজীবের মত কত মিনিট লাগলাে?
- উত্তরঃ ১০৬
[Article]
51. 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 কিলােমিটার ঘন্টা বেগে 720 মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
- উত্তরঃ ৬০ সেকেন্ড
52. উত্তরঃ ১৪
53. দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যােগ করলে, যােগফল 10 হবার সম্ভাবনা কত?
- উত্তরঃ কোনটিও নয়
54. যদি একটি সংখ্যা ক এর 120% অপর একটি সংখ্যা খ এর 80% হয় তাহলে (ক+খ) এর মান কত?
- উত্তরঃ কোনটিও নয়
55. 5 লােক ও ৪ জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। যদি ঐ কাজ 26 জন লােক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে তাহলে 15 জন লােক ও 20 জন বালক ঐ কাজ কতদিনে শেষ করবে?
- উত্তরঃ ৪ দিন
56. সেলিম 6% সরল সুদে 10000 টাকা বিনিয়ােগ করে আর কত টাকা 9% সরল সুদে বিনিয়ােগ করলে সে মােটের ওপর 7% হারে সুদ পাবে?
- উত্তরঃ কোনটিও নয়
57. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, ৪ ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?
- উত্তরঃ ৪
58. আবুর মাসিক আয় বাবুর মাসিক আয় থেকে 40 শতাংশ বেশি এবং বদির মাসিক আই এর 7/8 অংশ। বাবুর মাসিক 5000 টাকা হলে তাদের তিনজনের মােট মাসিক আয় কত?
- উত্তরঃ ২০০০০ টাকা
59. একটি কুরিয়ার সার্ভিস প্রথম 10 কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে 5 টাকা এবং 10 কেজির উপরে প্রতি কেজিতে 3 টাকা ফি | নেয়, 27 কেজি পণ্য পরিবহনে ফি কত হবে ?
- উত্তরঃ কোনটিও নয়
60. Q এর মান কত হলে 4Y2-2y+16 একটি পূর্ণবর্গ হবে?
- উত্তরঃ ১৬
General Knowledge Part Question Solution
61. আদরেল জ্ঞরম্ভিরন্থপতি কে?
- আজিজুল জলিল পাশা
62. স্বাধীনতার ঘােষণাপত্র সংবিধানের কততম সংশােধনীতে সংযােজিত হয়?
- ১৫ তম
৬৩. বাংলাদেশে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে?
- IDA ( International Development Association)
৬৪. ‘বার্ডি’ ও ‘বগি’ শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
- গলফ
৬৫. বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মােচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠান এর কাছ থেকে?
- WIPO ( World Intellectual Property Organization)
৬৬. দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে?
- মহেশখালী
৬৭. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
- ঢাকা
৬৮.”জাতীয় মূল্য সংযােজন কর দিবস” কত তারিখে উদযাপিত হয়?
- ১০ ডিসেম্বর
৬৯, আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি?
- গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল
৭০. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
- ৪১ নং
[Text]
৭১. নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?
- ফিজি (মিলেনেশিয়া : পুর্ব তিমুর • ফিজি • পাপুয়া নিউগিনি • সলােমন দ্বীপমালা • ভানুয়াতু)
৭২. শিল্পোন্নত দেশগুলাের সংগঠন জি-7 এ কোন দেশটি একবার যােগদান করে পরে আবার বের হয়ে গেছে?
- রাশিয়া
৭৩. এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশ সমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন CIRDAP নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়?
- Food and Agriculture Organization (FAO)
৭৪.ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়?
- কিয়ােটো প্রটোকল
৭৫, প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্বপ্রান্ত কোথায় এসে শেষ হয়েছে?
- চীন
৭৬. সাবেক সােভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি?
- তাজিকিস্তান
৭৭. ঐতিহাসিক ”ফ্রিডম স্কয়ার” কোন শহরে অবস্থিত?
- কোনটিও নয় (সঠিক হবে তিবলিশ, জর্জিয়া)
৭৮. নিচের কোনটি ওপেন সাের্স অপারেটিং সিস্টেম
- Ubuntu
৭৯, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছেন কোন দেশ ?
- কোনটিও নয় (সঠিক উত্তর কানাডা, রানঃ ৩৬)
৮০. নিচের কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছেন?
- কোনটিও নয়
[Text]