Ministry of Foreign Affairs Question Solution

Ministry of Foreign Affairs Question Solution

Ministry of Foreign Affairs Exam Question Solution. Foreign Affair Ministry Exam Question Solution. MOFA Foreign Ministry Administrative Officer Exam Question Solution. mofa.gov.bd. Proshasonik Kormokorta Exam Question Solution. Ministry Foreign Affair Exam Question Solution. Foreign Ministry Proshasonik Officer Exam Question Solution 2019. mofa.gov.bd

[Text]

Contents

Foreign Ministry MCQ Exam 2019

So, after a long waiting, Foreign ministry plan to take their MCQ Exam. So, finally, the exam date is held. Last day on 25 October Ministry of Foreign Affairs department take their Administrative officer exam. This time vacant post is little. But as the post are valuable. So, many candidates are eager to attend the MOFA Exam 2019.

Ministry of Foreign Affairs Question Solution

So, here we make a full Question Solution of MOFA Exam. As you can check your marks. If you found any wrong information or any miss-information. Please comment in the below. Or if you have any complain or need any further assistance please send us a message. You will fine MOFA Exam Question Solution in the post below.

[Article]

MOFA Question Solution 1-25

1. বিরিশিরি কোথায় অবস্থিত?

  • নেত্রকোনা

2. অ্যালুমিনিয়াম ফসফেটকে চলিত বাংলায় কি বলে?

  • অপশন নাই। লবণ থাকলে উত্তর হতাে (সঠিক উত্তর নাই, যদি প্রশ্ন অ্যালুমিনিয়াম সালফেটকে চলিত বাংলায় কি বলে থাকতাে তাইলে উত্তর হলতা ফিটকিরি)

3. x+y=9 এবং x/y=2 হলে x এর মান কত?

  • 6

4. মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?

  • ১০ এপ্রিল ১৯৭১

5. বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদ বলে?

  • ৩১ নং অনুচ্ছেদ

6. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে?

  • ভূমি x উচ্চতা

7. সপ্তদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি?

  • পদ্মাবতী

8. কোন বানানটি শুদ্ধ?

  • সংজ্ঞা

9. যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততকাল রবে কীর্তি তােমার শেখ মুজিবুর রহমান এ কবিতা পঙক্তিটির রচয়িতা কে?

  • অন্নদাশ শংকর রায়

10. What is the antonym of harmony?

  • disharmony

[Text]

11. কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী?

  • গ্রাফাইট

12. বাংলাদেশের প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?

  • বাংলা একাডেমি

13. ঐতিহাসিক ‘পানাম নগর’ কোথায় অবস্থিত?

  • সােনারগাঁয়ে

14, ‘দারােগা’ শব্দটি কোন ভাষার শব্দ?

  • তুর্কি

15. Do or die’ is a/an-sentence?

  • Compound Sentence

16. Choose the correct sentence,

  • Here comes the bus

17. Bring to Book means?

  • to rebuke

18. কোনটি মূলদ সংখ্য?

  • 4

19. পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্য এর বিষয় কি?

  • মুক্তিযুদ্ধ

20. Comparative শব্দটির পরিভাষা হলাে?

  • তুলনামূলক

[Text]

21. গাছের শারীরিক বৃদ্ধি হয় কোন সারে?

  • SP (টি এস পি সার)

22. She spoke as though she (know) all.

  • Knew

23. কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?

  • অক্কা পাওয়া

24. মৌলিক সংখ্যা শুরু হয়েছে?

  • 2 থেকে

25. আমি তাকে নাচতে দেখলাম,

  • সঠিক উত্তর নাই তবে saw her to dancing কাছাকাছি উত্তর সঠিক উত্তর 1 saw her dancing)

MOFA Question Solution 26-50

26. a2+ 1/a2=51 হলে a-1/a এর মান কত?

  • +-7

27. রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার লাভ করেন?

  • ১৯১৩ সালে

28, “তৃষ্ণার্ত’ সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • তৃষ্ণা + ঋত

29. পুতুল নাচের ইতিকথা উপন্যাস টি কার রচনা?

  • মানিক বন্দ্যোপাধ্যায়

30. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  • চর্যাপদ

[Text]

31. He works hard. Here ‘hard’ is a/an-

  • Adverb

32. Choose the word correctly spelt,

  • assumption

33. ঈশা খাঁ কে ছিলেন?

  • বারভূইয়াদের একজন

34, f(x)= x3+ax3+2×3=0 হলে, a এ এর মান কত?

  • -3

35. জটিল সংখ্যার সেট গঠিত হয়?

  • {x+iy, x,yER}

36. Choose the correct sentence.

  • He likes jogging

37. বিশ্বের সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র কোনটি?

  • ইন্দোনেশিয়া (মােট ১৩,৫০০ টি)

38. ণত্ব ও ষত্ব বিধান কোন শ্রেণীর শব্দ অনুসৃত হয়?

  • তৎসম

39. বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের ও সনেটের প্রবর্তন করেন?

  • মাইকেল মধুসূদন দত্ত

40. Do not jeer—– the girl.

  • at

[Text]

41. ‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসটির উপন্যাসিক কে?

  • শওকত আলী

42. শতকরা বার্ষিক 7 টাকা হার সরল সুদে 650 টাকার সুদ কত বছরে 273 টাকা হবে?

  • ৬ বছর

43. ‘পুত্র’- এর সমার্থক শব্দ কি?

  • আত্মজ

44. ‘দেবদত্ত’ কোন সমাস?

  • চতুর্থ তৎপুরুষ

45. 6 জন সদস্যের সমিতির প্রত্যেকেই সদস্য সংখ্যার 6 গুন চাঁদা দিলে মােট কত টাকা হবে?

  • ২১৬

46. কোন উপাদানের ঘাটতির কারণে ডায়াবেটিস রােগ হয়?

  • ইনসুলিন

47. —-than he left the place?

  • No sooner had he seen the police

48 ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের কবি কে?

  • শামসুর রাহমান

49. Choose the correct sentence:

  • The pen belongs to you.

50, She aspires—- a scientific career.

  • to

[Article]

MOFA Question Solution 51-75

51. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 404.01 বর্গ মিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে?

  • ২০.১

52.’ ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটির রচয়িতা কে?

  • ডিজেন্দ্র লাল রায়

53. What is the synonym of hasten?

  • hurry

54. স্বাভাবিক সংখ্যার সেট N গঠিত হয়?

  • {1,2,3,4,5,6,7……….. }

55. স্পেনের রাজধানীর নাম কি?

  • মাদ্রিদ

56. ব্লুটুথ কোন প্রযুক্তি ব্যবহার করে?

  • রেডিও তরঙ্গ

57. মরিশাস দ্বীপ কোন সাগরে অবস্থিত?

  • ভারত মহাসাগর

58. The plural form of phenomenon is-

  • phenomena

59. বাংলাদেশের প্রথম কম্পিউটার মডেল কি ছিল?

  • BM 1620

60. Come into question, means—

  • to become a matter for doubt

[Text]

61. His younger brother is a school boy, here ‘school is a/an-

  • Adjective

62. ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বােঝেন?

  • উপকূলীয় বন

63. ‘He heard her sing (Passive)

  • She was heard to sing by him.

64. My father went home last night, ‘here ‘home’ is a/an-

  • Adverb

65. জাপানের অতীত রাজধানীর নাম কি?

  • কিয়েটা

66. আশায় বসতি’ কোন কবি রচনা?

  • আহসান হাবীব

67. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

  • বুধ (Mercury)

68. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খােলা হয় কোন সালে?

  • ১৮০১ খ্রিস্টাব্দে

69. বাংলাদেশের শীর্ষ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযােগী দেশ কোনটি?

  • জাপান

70. ক্যালকুলেটরের ডায়ালে কোনটি ব্যবহৃত হয়?

  • সিলিকন চিপ

[Text]

71. ইউরিয়া সারের প্রধান কাঁচামাল?

  • মিথেন গ্যাস

72. নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয়ে উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?

  • ২২ নং অনুচ্ছেদ

73. গঠনগত দিক থেকে শব্দ কয় ভাগে বিভক্ত?

  • ২ ভাগে ( দুটি হলাে (ক) মৌলিক শব্দ ও (খ) সাধিত শব্দ।)

74. I made the machine-

  • work

75. হাঙ্গর মাছের তেলে কোন ভিটামিন থাকে?

  • ভিটামিন A ও D

MOFA Question Solution 76-100

76. Choose the correct one-

  • He asked me why I had done it.

77. What is the verb form of ‘glad’?

  • gladden

78. দুধের বিশুদ্ধতা মাপার হয় কিসে?

  • ল্যাক্টোমিটার

79. কাশীরাম দাসের অনুদিত গ্রন্থ কোনটি?

  • মহাভারত

80. বঙ্গবন্ধু’ অস্থায়ী সংবিধান আদেশ’ কবে ঘােষণা করেন?

  • ১৯৭২ সালের ১১ জানুয়ারি

[Article]

81. পেনিসিলিনের আবিষ্কারক কে?

  • আলেকজান্ডার ফ্লেমিং

82. কুইবেক প্রদেশ কোন দেশের অংশ?

  • কানাডা

83. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী’ কবিতার মূল সুর হচ্ছে?

  • স্বরাজ প্রতিষ্ঠা

84. একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 টি হলে অন্য কোন সমূহের সমষ্টি হবে?

  • ৮ সমকোণ

85. The indirect speech of ‘he said, ‘you lair’ is-

  • He called me a liar

86. x2-4x-1=0 হলে x – 1/x এর মান কত-

  • 4

87. রাইফেল রােটি আওরাত উপন্যাসের আবাস কেন্দ্র কোথায়-

  • বিশ্ববিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয়)

88. BIPSOT বলতে কি বােঝেন-

  • Bangladesla Institute of Peace Support Operation Training

89. The number of boys present in the function- satisfactory,

  • was

90. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

  • এম. মনসুর আলী

[Text]

91. Had I seen him there

  • I would have talk to him

92. 0.07 এর 3% =কত?

  • ০.২১%

93. ডিমের সাদা অংশে থাকে?

  • অ্যালবুমিন

94. বাস্তব সংখ্যার সেট R গঠিত হয়-

  • {0,0}

95. European Union সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ব্রাসেলসে

96,’ বনলতা সেন’ কোন কবির কাব্য গ্রন্থের নাম?

  • জীবনানন্দ দাস

97. বাংলা সনের প্রবর্তক কে?

  • সম্রাট আকবর

98. কোনটি অমূলদ সংখ্যা?

99. IDA বলতে কি বােঝেন?

  • International Development Association

100. কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত?

  • দিনাজপুর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top