DU Cha Unit (Fine Arts) Question Solution

DU Cha Unit (Fine Arts) Question Solution

DU E Unit Question Solution. Dhaka University Fine Arts Question Solution. DU Cha Unit Question Solution. Dhaka Charukola Question Solution. DU Admission Question Solution. Dhaka University Admission Test 2019-20 Question Solution. DU All Unit Question Solution.

[Article]

Contents

Dhaka University Cha Unit Admission Exam

Dhaka University Cha Unit exam just happens today. So, many of candidates searching for question. As, others university follow DU. So, some candidates collect DU Fine Arts Question Solution. As a result, they can use for next exam. We make solution for you.

[Text]

Dhaka University E Unit exam question solution publish. So, if you are searching for. So, read the whole article. As, you can solve your question paper. DU Cha Unit is a Fine Arts faculty exam. So, students who are interested to Painting are admission here. DU E Unit Question Solution is here.

[Article]

DU Cha Unit – E Unit Question Solution

Dhaka University Charukola Proshno somadhan prokashito hoyeche. Dhaka Bisshobiddaloy Charukola Proshno Somadhan. So, we made a Dhaka University E Unit Question Solution. If you found any wrong information. Please let us know though comment in the below. As, we can solve the question.

[Article]

Question No 1-25

01. ‘The Captive Lady’ কাব্যগ্রন্হটি কোন কবির লেখা? –

  • মাইকেল মদুসুদন দত্ত

02. সঠিক বানান কোনটি? –

  • পিপীলিকা

03. রেমব্রান্ডট কোন দেশে জন্মগ্রহন করেন? –

  • হল্যান্ড

04. অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু কী? –

  • গৌতম বুদ্ধের জীবনকাহিনি

05. ফাইবার অপটিক কিসের ভিতর দিয়ে তথ্য পাঠানো হয়? –

  • কাচের তন্ত

06. বাঘের আক্রমন থেকে পরিত্রাণ পেতে পাওয়া হয়-

  • গাজির গান

07. কোনটি ময়মনসিংহ ও সিলেট জেলার ভাটি অঞ্চলে প্রচলিত লোকগীতি? –

  • ঘাটু গান

08. ‘মহেঞ্জোদারো’ শব্দের অর্থ কী? –

  • মৃত মানুষের ঢিবি

09. ইনসুলিন কী? –

  • এক ধরনের হরমোন

10. The new job offer was alluring. Here alluring means-

  • temting

[Test]

11. বাংলাদেশের কোন নৃগোষ্ঠী বিজু উৎসব পালন করে? –

  • চাকমা

12. ডেঙ্গু জ্বর হলে রক্তের যে উপাদানটি কমে যায় –

  • অণুচক্রিকা

13. ২০১৯ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষদেশ কোনটি? –

  • আইসল্যান্ড

14. আকবরের চিত্রশালার প্রথম দিকের অলংকৃত গ্রন্থগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য –

  • হামজানামা

15. কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? –

  • জঁ পল সাত্রে

16. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত সালে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেন? –

  • ১৯৭৪

17. কোন বণাঞ্চল ‘পৃথিবীর ফুসফুস’ হিসেবে অখ্যায়িত হয়েছে? –

  • আমাজন রেইন ফরেস্ট

18. Select the antonym for ‘pride’. –

  • humility

19. বাংলাদেশের কোন শিল্পী লোকশিল্পের অনুগামী নন?

20. একই রূপ বৈশিষ্ট্যের অক্ষর, চিহ্ন ও সংখ্যার সম্পূর্ণ সেট কোনটি?

  • ফন্ট

[Test]

21. ২০১৯ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পী কে? –

  • মুর্তজা বশীর

22. Which noun is in plural form?

  • diagnoses

23. প্রথম বাঙালি নারী কবি কে?

  • চন্দ্রাবতী

24. ‘দুর্গেশনন্দিনী’ শব্দের অর্থ কী?

  • দুর্গ প্রধানের কন্যা

25. ‘হ্ম’ যুক্ত বর্ণ টির বিশ্লেষিত রূপ কোনটি? –

  • হ+ম

Question No 26-50

26. গ্রীক ভাষায় ‘Grammar” শব্দটির অর্থ ক?

  • শব্দশাস্ত্র

27. DENV-1, 2 কোন ধরনের রোগ?

  • ভাইরাসজনিত

28. সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলায় অন্তর্ভুক্ত?

  • ৩টি

29. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?

  • একত্রিত

30. Identify the correct spelling.

  • Accommodation

[Test]

31. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কয়টি নদীর কথা আছে?

  • ৩টি

32. ‘সেই ফুল আমাদেরই প্রাণ’ – কোন কবিতার অন্তর্ভুক্ত?

  • ফেব্রুয়ারি ১৯৬৯

33. বাংলাদেশের সর্ববৃহৎ পোড়ামাটির ফলকচিত্র কোথায় রয়েছে?

  • নওগাঁর পাহাড়পুর

34. জয়নুল আবেদীন এর দুর্ভিক্ষ-চিত্রমালা কোন কালিতে আঁকা?

  • শুধু কালো

35. ‘Bright’– এর synonym নয় কোনটি?

  • glance

36. দাদাবাদ কোন সময় শিল্পান্দোলন?

  • বিশ শতকের

37. কোন শিল্পীদ্বয় আত্মপ্রতিকৃতি রচনার জন্য প্রসিদ্ধ?

38. ডিএনএ (DNA)- এর পূর্ণরূপ কোনটি?

  • Deoxyribonucleic acid

39. Select the correct ending to the sentence. She tried to be serious but she couldn’t help

  • laughing

40. The correct spelling is-

  • cartridge

[Test]

41. কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন?

  • সঞ্চিতা

42. ‘অহিনকুল’ কোন সমাস?

  • দ্বন্দ্ব সমাস

43. ‘পরভৃত’ কোন শব্দের সমার্থক?

  • কোকিল

44. ‘লালসালু’ উপন্যাসে মজিদের মহব্বত নগর গ্রামে প্রবেশ কেমন ছিল?

  • নাটকীয়

45. কোনটি মানুষকে অদ্বিতীয় ভাবে সনাক্ত করার প্রযুক্তি?

  • বায়োমেট্রিক্স

46. কোনটি ডিজাইনের উপাদান নয়?

  • unity

47. রোকেয়া সাখাওয়াত হোসেনের সভ্যতার সঙ্গে দারিদ্র বৃদ্ধির কী কারণ নির্দেশ করেছেন?

  • বিলাসিতা

48. Select the correct ending to the sentence. There are many helpless people, I wish ___.

  • I could help them

49. গ্রন্থগুলোর গতিপথ উপবৃত্তাকার- এ সূত্রটি কোন বিজ্ঞানীর?

  • কেপলার

50. মহামারীর পটভূমিতে লেখা উপন্যাস ‘দ্য প্লেগ’ – এর রচয়িতা কে?

[Test]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top