DU B Unit Kha Unit Question Solution 2019
Dhaka University B Unit Question Solution. DU Kha Unit Question Solution. DU B Unit Question Solution. Dhaka University Kha Unit Question Solve. ঢাকা বিশ্ববিদ্যালয়। Dhaka University B Unit Question Solve. DU Arts Unit Question Solve. DU Manobik Proshno Somadhan. Dhaka Versity Question Solve. du.ac.bd.
[Text]
DU Admission Test 2019. Dhaka University B Unit Question Solve 2019. DU Kha Unit Question 2019. DU B Unit Arts Department Question Solve. Dhaka University Manobik Proshno Somadhan. Dhaka University B Unit Question Solution Published. DU Kha Unit Question Solution Published.
Recommended:
Science DU A Unit Question Solve
Commerce DU C Unit Question Solve
Exchange DU D Unit Question Solve
Contents
Dhaka University B Unit Kha Unit Exam
As, we all know that Dhaka University Admission Test has begin. So, already DU A Unit, C Unit, E Unit exam happen. But DU B Unit exam will be on 21 September 2019. So, today DU Admission Test took place. Though the students already present in DU B Unit exam. As a result, they are now searching for DU Kha Unit Question Solution.
[Text]
As, Dhaka University B Unit is a department of Arts. So, humanities department students admit DU Kha Unit Exam. DU Kha Unit Admission exam question is on 4 different part.Firstly, Bangla Part, English Part, General Knowledge and academic subject. So, this is little bit difficult to qualify in DU B Unit Admission Exam.
DU B Unit Kha Unit Question Solution
Dhaka University Kha Unit exam just finished. So, students are seeking for DU Kha Unit Question Solution. We made a DU B Unit Question Solve. Here is our DU Kha Unit Question. Check all of your DU B Unit exam Mark.
[Text]
সবার প্রথমে সম্পূর্ণ সমাধান পেতে পোষ্টটি শেয়ার করুণ। শেয়ার করতে এখানে ক্লিক করুণ। আমাদের গ্রুপ এ যোগ দিন
[Text]
B Unit Bangla Part Question Solution
1. কাজী নজরুল ইসলামের মতে, দেশের শত্রু হলাে
- ক. যাদের মধ্যে মিথ্যার বেসাতি
- খ. যাদের মধ্যে আমি নেই
- গ, যারা প্রতারণা করে
- ঘ, যারা অন্যকে গুরু বলে মানে
2. ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।’- বাক্যটি যে রচনার অন্তর্গতক-
- ক. বায়ান্নর দিনগুলি
- খ. আহবান
- গ. রেইনকোট
- ঘ, মাসি-পিসি
3. সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা হলাে-
- ক. ঐকতান
- খ. সেই অস্ত্র
- গ. বিভীষণের প্রতি মেঘনাদ।
- ঘ. ফেব্রুয়ারি ১৯৬৯
4. নিচের যে শব্দটিতে স্বভাবতই ‘ণ হয-
- ক. তূণ
- খ, লক্ষণ
- গ. অর্পণ
- ঘ, ভীষণ
5. “কেহ মরে বিল ঘেঁচে, কেহ খায় কই’- মার্জার যেভাবে কথাটি বলেছিল-
- ক. ঝিমােতে ঝিমােতে
- খ, খেতে খেতে
- গ. মনে মনে হেসে
- ঘ. চারটি পা ওপরে তুলে
[Text]
6. যে সম্পর্কটি বিসদৃশ-
- ক. বারিধি : বারিদ
- খ. কাঞ্চন : সুবর্ণ
- গ. মৃগেন্দ্র : কেশরী
- ঘ. সবিতা : তপন শ্
7. বাপদ = শন + পদ। এখানে ‘খুন’ শব্দের অর্থ
- ক. সারমেয়
- খ. ধারালাে
- গ. তীক্ষ্ণ নখযুক্ত
- ঘ. হিংস্র
8. ‘একতারা’ শব্দটি যে ভাষা থেকে এসেছে
- ক. আরবি
- খ. ফারসি
- গ. তুর্কি
- ঘ. সংস্কৃত
9. ‘হন্যমান’ যে শব্দের বিশেষণ
- ক. হরণ
- খ. হনন
- গ. হন্যে
- ঘ. হতাশা
10. ‘…..যার নীচসহ, নীচ সে দুর্মতি’- শূন্যস্থানে বসবে
- ক. মতি
- খ. ধর্ম
- গ. গতি
- ঘ, জ্ঞাতি
[Text]
11. শােক দূর হয়েছে যার’ বাক্যটির সংক্ষিপ্ত রূপ
- ক. শােকহারা
- খ. বীতশােক
- গ. শােকহীন
- ঘ. বীতকাম
12. প্রত্যক্ষ বস্তুর সাথে পরােক্ষ কোনাে বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে
- ক, উপমান
- খ. উপমিত
- গ. উপমেয়
- ঘ, উপমা
13. অপপ্রয়ােগের দৃষ্টান্ত নয়-
- ক. সুগন্ধফুল
- খ. বিষাদ মণ্ডিত
- গ. সংযতবাক
- ঘ. সুনীলআকাশ
14. বাংলা বর্ণমালাভুক্ত ‘ঐ’ এবং ‘ঔ’ হচ্ছে-
- ক, মৌলিক ধ্বনি
- খ. যৌগিক ধ্বনি
- গ. যৌগিক বর্ণ
- ঘ. দ্বিলেখ
15. নীরব ভাষায় বৃক্ষ আমাদের যে গান শােনায়
- ক. ব্যর্থতার
- খ, বেদনার
- গ. সার্থকতার
- ঘ. অনুভূতির
[Text]
16. লক্ষ্মীপেঁচা যার মতাে করুণ
- ক. মধুকূপী ঘাসের মতাে
- খ. রূপসীর শরীরের মতাে
- গ, উড়ে যাওয়া সুদর্শনের মতাে
- ঘ. ধানের গন্ধের মতাে
17. ‘সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে’- এর পূর্ববর্তী চরণ
- ক. পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে
- খ. ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে
- গ. অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
- ঘ, সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
18. আপনাকে আমরা মায়ের মতাে ভালােবাসি।’- ঘসেটি বেগমকে উদ্দেশ করে এ কথা বলেছিল
- ক. সিরাজ
- খ. রাইসুল জুহালা
- গ. লুত্যা
- ঘ. আমিনা
19. ঠিক শব্দগুচ্ছ হলাে
- ক. শিহরন, দারুণ, দরুন
- খ. গণ্ডুষ, সায়াহু, ঈপ্সিত
- গ. আশীষ, ইতােপূর্বে, শ্বাশুড়ি
- ঘ. ভষ্ম, পুস্পাঞ্জলি, দরিদ্রতা
20. ‘She walks in beauty, like the night of cloudless climes and starry skies – এর উত্তম বঙ্গানুবাদ
- ক. তার পথের পরে সৌন্দর্য ঝরে তারাভরা রাতাে মতাে।
- খ. নির্মেঘ নক্ষত্ররাতের মতাে সৌন্দর্যকে সঙ্গী করে হেঁটে চলে সে।
- গ. মেঘশূন্য নক্ষত্রপূর্ণ পূর্ণিমা রাতের মতাে হেঁটে চলে সে।
- ঘ. মেঘশূন্য নক্ষত্রভরা সুন্দরী রাতে হেঁটে যায় সে।
[Text]
21. মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে
- ক. সূর্য
- খ. ইস্পাত
- গ. ধ্রুবতারা
- ঘ. হীরকখণ্ড
22. ‘পরােক্ষে তাঁর নামে দেশ শাসন করবেন রাজবল্লভ।’- সিরাজকে হটানাের এই চক্রান্তসূত্রের সঙ্গে মিল রয়েছে যে বাগধারার-
- ক. অতি দর্পে হত লঙ্কা
- খ. কালনেমির লঙ্কাভাগ
- গ. গাঙ পার হলে কুমিরকে কলা
- ঘ. বানরের রুটিভাগ
23. ‘ছেলেটি মাকে চিঠি লিখছে।’- এই বাক্যে লিখছে’ যে ধরনের ক্রিয়া
- ক. অকর্মক
- খ. অসমাপিকা
- গ. দ্বিকর্মক
- ঘ. প্রযােজক
24. ‘বিশ্বাসের পাথরে যেন খােদাই করা সে চোখ।’- লালসালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এই
মন্তব্যের তাৎপর্য
- ক, আত্মবিধ্বংসী ধর্মান্ধতা
- খ. যুক্তিনিষ্ঠ আনুগত্য
- গ. বিশ্বাস ও যুক্তির দ্বান্দ্বিকতা
- ঘ, অপরিসীম বিনয়
25. নিচে বাংলা ব্যঞ্জনে ভুলভাবে যুক্ত হয়েছে
- ক. ক্ষ- ক+ষ
- খ. হ্ম- হ+ম
- গ. ত্ম- ত+ন
- ঘ. জ্ঞ- জ+ঞ
[Text]
B Unit English Part Question Solution
1. We have not been given _____ update on the patient’s condition.
- any
2. There’s a liberation sculpture —– Arts building of university of Dhaka.
- in front of
3. Coleridge’s poem “The Rime of the Ancient Mariner” is a
- ballad
4. Change into reported form: She said to me, Why don’t you come on Monday?’
- She asked me why I didn’t go on Monday.
5. The word ‘Emancipation’ means
- freedom
6. Choose the sentence with the correct punctuation.
- My aunt who lives in Sylhet, is a doctor.
7. In the sentence, ‘The rescuers snatched the children from a perfect storm‘; the bold-faced phrase means
- the worst situation
8. The poet William Blake has compared the schoolboy to
- a caged bird
[Text]
9. Orpheus’ parents were
- Apollo and Muse Calliope.
10. An elected member can take the decision. The bold-faced word is used as a/an
- adjective
11. ‘Shubho ate four pieces of Hilsha fish at dinner.’ The passive form of the sentence is
- at dinner four pieces of hilsa
12. Choose the best interrogative form of: ‘Everyone hates acid-throwing.’
- does any one like acid throwing?
13. The synonym of the word ‘Original is
- true
14. The word ‘Diaspora’ is related to
- migration
15. Choose the correct spelling from the following:
- Assurance
16. ‘People lauded Mandela’s humanity, kindness and dignity’. In this sentence, the present from of the bold-faced word is-
- laud
[Text]
General Knowledge Part Question Solution
1. নৌকা বাইচে পরিবেশিত গানের নাম-
- সারি গান
2. ল্যাটিন শব্দ ‘সিভিক্স মানে কি-
- নগর
3. কোনটি প্রাচীনতম-
- মহাস্থান ব্রাহ্মী লিপি
4. ফ্লিপফ্লপ হলাে একপ্রকার-
- লজিক গেট
5. সামষ্টিক অর্থনীতির জনক কে-
- জন এম কেইনস
6. পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগের সৃষ্ট-
- টার শিয়ারী যুগের
7. ভুমিকম্প সৃষ্ট সমুদ্রের ঢেউ নামে পরিচিত-
- সুনামি
8. মার্তৃত্নীয় পরিবার ব্যবস্থার উদাহরণ-
- গারাে ও খাসিয়া
9. উইং কমান্ডার এ কে এম বাশার (মােহাম্মদ খাদেমুল বাশার) মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন-
- ৬ নম্বর
10. সদ্য সমাপ্ত বিমসটেক শীর্ষ সম্মেলন ২০১৮ যে স্থানে অনুষ্ঠিত হয-
- ক্রাউন মাজায় কাঠমুন্ডু সােলটি
[Text]
11.. বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ যার সাথে যুক্ত-
- জলবায়ু পরিবর্তন
12. পারসােনা নন গ্রাটা (Persona non grata) যাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক-
- কুটনীতিবিদ
13. বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে প্রথম যুক্ত হ্য়
- ১৯৭২ সালে ( সে সময় সংরক্ষিত নারী আসন ১৫ টি ছিল)
14. জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের সাথে সম্পর্কিত জাতিসংঘের সংস্থা-
- ইউএন উইমেন (UN Women)
15. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র-
- যাত্রা
16. মন্ট্রিল প্রটোকল যার সঙ্গে সম্পর্কিত-
- ক্লোরােফ্লোরােকার্বন (CFC)
17. বঙ্গবন্ধু জেলে ছিল মােট কতদিন-
- ৪৬৬৬ দিন
18. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক ক্যটি আর্টিকেল আছে-
- ১৮ টি
19. মূল্য সংযােজিত সেবা বলতে কি বুঝায-
- একই খরচে বাড়তি সেবা
20. মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত-
- ঢাকার আগারগাঁওযে
21. Bangladesh: the unfinished revolution গ্রন্থটির রচিয়তা-
- Lawrence Lifschultz
[Text]