16th NTRCA School Level Question Solution

16th NTRCA School Level Question Solution

16th NTRCA School Question Solution. NTRCA School Level Question Solution. Shikkhok Nibondhon Question Solution. 16 Shikkhok Nibondhon Question Solve. 16 NTRCA School Level Question Solution. Shikkhok Nibondhon School Level Question Solution. ১৬তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান।

Recommend:

15th NTRCA Written Result

[Article]

Contents

16th NTRCA Exam

NTRCA is for Non Government Teachers Registration and Certification Authority. As, job seekers growing day by day. So, teaching profession is getting demand. In this case, fulfil the demands. Private school are getting focus beside Government school. So, its made the duty of authority to certificate the teacher.

16th NTRCA Circular was published on 23 May 2019. As, a large number og candidates waiting for the post. So, many of them complete the application process to. If you are eager to know the 16th NTRCA Mark Distribution please visit this link.

[Article]

16th NTRCA School Level Exam

Finally, after a long time the exam is knocking at the door. Yes, the exam is on 30 August 2019. 16th Nibondhon School Level Exam is tacking place tomorrow. As, we know the details about 16 Shikkhok Nibondhon School Level Exam. The exam will be held on 2 different phase.

Firstly, School level exam will on morning 10.00 AM. As, same candidates apply for both exam. So, College Level exam will on second half 4.00 PM. But, exam center are different from each other. So, check you NTRCA School Level Admit Card for exam center name.

[Article]

16 NTRCA School Level Question Solution

So, you already took a seat on 16th NTRCA School Exam. How was the exam? So, now you are looking for 16 NTRCA School Question Solution? As, we are here, no tension. We will discuss all the 16th NTRCA School Question Solution in this post.

So, the exam was 1hr long and MCQ method. As, there is more competition. So, you have to earn a big number on exam. Finally, you need a 16 NTRCA School Level Full Question Solution to check your mark. So, follow the whole post and cross check your marks.

16th NTRCA College Level Question Solution is here

[Article]

16 NTRCA School Level 1 Question Solution

Bangla Part Question Solution

1. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে-

  • প্রমথ চৌধুরী

2. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি-

  • ৩টি

3. নিচের কোনটি ষত্ব বিধানের নিয়ম-

  • পােস্ট মাস্টার (বিদেশী শব্দে ষ হয় না)

4. দ্যুলােক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি-

  • দিব+লােক

5. সমাসবদ্ধ শব্দ সাধারণত ণত্ব বিধান খাটে না এর উদাহরণ কোনটি-

  • অগ্রনায়ক

6. পুকুরে মাছ আছে এখানে পুকুর কোন অধিকরণ কারক-

  • ঐকদেশিক অধিকরণ

7. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-

  • কৃৎ প্রত্যয়

8. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি-

  • চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

9. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ করলে কি হয়-

  • প্রত্যদিগমন

10. পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ-

  • পর্তুগীজ

[Article]

11. তামার বিষ বাগধারাটির অর্থ কি-

  • অর্থের কুপ্রভাব

12. গুনহীন এর ব্যর্থ আস্ফালন’ অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে-

  • অসারের তর্জন-গর্জন সার

13. বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি-

  • পরাভব

14. বীণাপাণি কোন সমাস-

  • ব্যাধিকরণ বহুব্রীহি

15. বাংলা বর্ণমালার উৎস কি-

  • ব্রাহ্মী লিপি

16. খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ-

  • ইংরেজি + বাংলা

17. Call it a day এর যথার্থ অনুবাদ কোনটি-

  • পুনরায় শুরু করা

18. মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে-

  • উচ্ছ্বাস

19. সম্মােধন পদের পরে যে চিহ্ন ব্যবহৃত হয় তার নাম কি-

  • কোমা

20. Book post এর পারিভাষিক রূপ কোনটি-

  • খােলা ডাক

[Article]

21. কোনটি দেশি শব্দের উদাহরণ-

  • গঞ্জ

22. কোনটি রূপক কর্মধারয় সমাস-

  • কাল স্রোত

23. উষ্ণীয় এর শব্দার্থ-

  • পাড়ি

24. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

  • ক্ষুদ্রার্থে

25. শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কি?-

  • আসন্ন বিপদ

English Part Question Solution

26. He tried his best (Negative)

  • Ans: He left no stone unturned. 

27. She was used to—-the poor.

  • Ans: helping 

28. Which is the noun form of the word brief?

  • Ans: brevity 

29. It was high time we—our habits.

  • Ans: had changed 

30. Curd is made — milk.

  • Ans: from 

[Article]

31. The Headmaster and the president of the school —-present in the last meeting.

  • Ans: were 

32. If he – a human being, he would have not done this.

  • Ans: were 

33.The antonym of the word benign?

  • Ans: malignant 

34. Do not ——what you can do today.

  • Ans: put off 

35. They tell us a tale about a tail. The word tale is?

  • Ans: Noun 

36. Move or die (simple)

  • Ans: In case of your failure to move, you will die 

37. Which one is correct?

  • Ans: Mischievous 

38. The opposite word of sluggish?

  • Ans: animated 

39. I saw him play. (Passive)

  • Ans: He was seen to play by me. 

40. Boot leg meaning?

  • Ans: smuggle 

[Article]

41. While I (play) in the field, I saw a dead cow.

  • Ans: was playing 

42. But for your help I——-

  • Ans: would have failed 

43. Choose the correct sentence.

  • Ans: He was hanged for murder. 

44. I went there to seek a job. (compound)

  • Ans: I went there and sought a job. 

45. Instead of confirm we can say?

  • Ans: bear out 

46. What is the antonym of abduct?

  • Ans: restore 

47. The father with his seven daughters —left the house.

  • Ans: has 

48. She has no test —music.

  • Ans: for 

49. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, ইংরেজি?

  • Ans: The authority took him task 

50. সে নদীর কাছে একটি কুটিরে বাস করতো, ইংরেজি?

  • Ans: He lived in a hut close to the river.

[Article]

Math Part Question Solution

51. নিচের কোনটি অমূলদ সংখ্যা?

  • উত্তরঃ 1.1010010001 

52. কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি?

  • উত্তরঃ আয়তক্ষেত্র 

53. pa*b হলে এবং a ও b উভয়কে একত্রে 10% বৃদ্ধি করা হলে p এর মান শতকরা কত বৃদ্ধি পাবে?

  • উত্তরঃ ২১% 

54. Inx / x-1 এর মান নির্ণয় ক্ষেত্রে নিচের কোন শর্ত প্রযােজ্য?

  • উত্তরঃ প্রশ্নে মনে হয় ভুল আছে

55. 6 টি কাঠির গড় দৈর্ঘ্য 44.2 সেমি এবং এদের টির ঘর দৈর্ঘ্য 46 সেমি, ষষ্ঠ কাঠি টির দৈর্ঘ্য কত সেমি?

  • উত্তরঃ ৩৫.২ 

56. ২৫% লাভে কোন জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে?

  • উত্তরঃ ৩ 

57. নিচের কোনটি x^3-6x^2+11x-6এর উৎপাদক নয়

  • উত্তরঃ x – 4 

58. a ≤ b এবং b≤ a হলে নিচের কোনটি সত্য?

  • উত্তরঃ a=b 

59. 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেমি দূরের কোন বিন্দু হতে অঙ্কিত স্পর্শক এর দৈর্ঘ্য কত সেমি

  • উত্তরঃ 4.58 

60. সাতটি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1,2,3,4,5,6,ও 7 সেমি। কয়টি ক্ষেত্রে এদের চারটি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন সম্ভব নয়?

  • উত্তরঃ 4

[Article]

61. নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়না?

  • উত্তরঃ ট্রাপিজিয়াম

62. sin ( 9Π / 2 + θ ) = ?

  • উত্তরঃ cosθ

63. কোন ত্রিভুজের শীর্ষবিন্দু গুলাে দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্র কে বলে?

  • উত্তরঃ পরিকেন্দ্র 

64. Tanθ = a/b হলে নিচের কোনটি সত্য?

  • উত্তরঃ

65. ax^2+b এর মান x =1 হলো এবং x= 3 হলে 25 হয় তবে x=2 হলে এর মান কত?

  • উত্তরঃ 10 

66. Log10 (.001) =?

  • উত্তরঃ -3

67. a^2-3a, a^3-9a এবংa^3- 4a^2+3a এর গসাগু=?

  • উত্তরঃ a(a-3) 

68. একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?

  • উত্তরঃ 2v2 

69. চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?

  • উত্তরঃ 135 Degree 

70. যদি 12 সদস্য বিশিষ্ট কোন কমিটির সদস্যের মধ্যে ৩ জনমহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ?

  • উত্তরঃ 25% 

[Article]

71. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12,15,20,25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে?

  • উত্তরঃ 311 

72. যদি x + 1/x= – 5 হয়, তবে x x^2+ x+1 এর মান কত?

  • উত্তরঃ -4 

73. এর 75% এর 25%= কত

  • উত্তরঃ 15 

74. কোন ভগ্নাংশের লব এর সাথে। যােগ করলে 1/2হয়, ভগ্নাংশটি =কত

  • উত্তরঃ % 25

75. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

  • উত্তরঃ ৯

General Knowledge Part Question Solution

76. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি-

  • পুণ্ড

77. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগােষ্ঠীর অন্তর্ভুক্ত-

  • অস্ট্রিক

78. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা ঘােষণা করা 1966 সালের

  • ফেব্রুয়ারি

79. সংগ্রাম ও প্রত্যাশা কি-

  • বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ

80. AIDS রােগের জন্য নিচের কোন ভাইরাস টি দায়ী-

  • HIV

[Article]

81. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়-

  • প্যারিসে

82. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন-

  • শেখ মুজিবুর রহমান

83. ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করা হয়-

  • ৩১

84. দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে-

  • IFRC (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সােসাইটি)

85. বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বে কততম স্যাটেলাইট দেশ হিসেবে আত্মপ্রকাশ করে

  • ৫৭ তম

86. 2019 সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে-

  • অধ্যাপক আনিসুজ্জামান

87. বিশ্ব মানবাধিকার দিবস কবে-

  • 10 ডিসেম্বর

88. SMS এর পূর্ণরূপ কি-

  • Short message Service

89. বিগ অ্যাপেল কোন শহরের নাম-

  • নিউইয়র্ক

90.IMF এর সদর দপ্তর কোথায়-

  • ওয়াশিংটন ডিসি

[Article]

91. শ্রীলংকার মুদ্রার নাম কি-

  • রুপি

92. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে-

  • কামরুল হাসান

93. UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity ( মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে-

  • বাউল গান

94. বাংলাদেশে সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি-

  • হালদা নদী

95. নাগরিকের প্রধান কর্তব্য হলাে-

  • রাষ্ট্রের প্রতি অনুগত থাকা

96. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু-

  • অ্যালুমিনিয়াম

97. গাড়ির ব্যাটারি তে ব্যবহৃত এসিড কোনটি-

  • H2SO4

98. ফোকেটিং কোন দেশের আইনসভা-

  • ডেনমার্ক

99. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলে-

  • এপিকালচার

100. কোনটি স্থানীয় সরকার নয়-

  • পল্লী বিদ্যুৎ

[Article]

16 NTRCA School Level 2 Question Solution

Bangla Part Question Solution

1. বাংলা সাধু ভাষার জনক কে?

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

2. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

  • সাধু ভাষা

3. ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • অমুদ

4. বিরাম চিহ্নের প্রবর্তক কে?

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

5. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ণ ব্যবহৃত হয়?

  • হাইফেন

6. ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?

  • তোষামুদকারী

7. ‘গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • সবগুলোই (গোমতি, কাবেরী, কৃষ্ণবেণী)

8. ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  •  সোম

9. ‘নৈসর্গিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • কৃত্রিম

10. নিচের কোন বানানটি শুদ্ধ?

  •  পিপীলিকা

[Article]

11. কোন বানানটি শুদ্ধ?

  • সমীচীন

12. কোন বাক্যটি শুদ্ধ?

  • দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

13. ‘তপোবন’ কোন সমাস?

  • চতুর্থী তৎপুরুষ

14. সন্ধির প্রধান কাজ কী?

  • ধ্বনি পরিবর্তন

15. সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিস্পন্ন পদটির নাম কী?

  • সমস্ত পদ

16. ‘তিলে তৈল হয়’ বাক্যে ‘তিল’ কোন কারক?

  • অপাদানে সপ্তমী

17. ‘সিংহাসন’ কোন সমাস?

  • মধ্যপদলোপী কর্মধারয়

18. ‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি?

  • অপাদানে শূন্য

19. ‘মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন কোনটি?

  • জীমূতেন্দ্র

20. ‘সপ্তকান্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী?

  • বৃহৎ বিষয়

[Article]

21. ‘সিদুঁরে মেঘ’ বাগধারাটির অর্থ কী?

  •  বিপদের আশঙ্কা

22. ‘লবণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • লো + অন

23. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

  • কুলটা

24. ‘কালসাপ’ কোন সমাস?

  • নিত্য সমাস (কাল তুল্য সাপ)

25. ‘Watery grave’ -এর অর্থ কী?

  • সলিল সমাধি

English Part Question Solution

26. মানবজাতি এখন সংকটাপন্ন।

  • Mankind is at stake now.

27. তার কোনো বন্ধু নাই বললেই চলে।

  • He has a few friends.

28. বিনয় মহত্ত্বের ভূষণ।

  • Modesty is embellishment of greatness.

29. What is the antonym of ‘agile’?

  • lazy

30. The antonym of ‘optimism’ is-

  • pessimism

[Article]

31. What is the synonym of ‘alliance’?

  • Association

32. The synonym of ‘annihilate is-

  • destroy

33. Verb from of ‘false is-

  • falsify

34. Adverb from of ‘heart is-

  • heartily

35. Adjective form of ‘courage is-

  • courageous

36. What is the verb from of ‘ability’?

  • able

37. It’s time you — your mistakes.

  • realisede

38. Jamal walks as if he — lame.

  • were

39. Uneasy lies the head that — a crown.

  • wears

40. Read diligently lest you — fail in the examination.

  • should

[Article]

41. He — me while I was reading.

  • interrupted

42. Corruption is one of the worst evils (Positive).

  • Very few evils are as bad as corruption

43. We should read books to gain knowledge (Make it complex).

  • We should read books, so that we can gain knowledge.

44. ‘Please, keep quite,’. (Make it passive).

  • You are requested to keep quiet.

45. Trees are considered one of our best friends. (Make it active).

  • Trees are our best friends

46. Cricket is a very exciting game. (Make it Exclamatory).

  • What an exciting game cricket is!

47. The word ‘Banish’ means-

  • exile

48. ‘a cock and bull story’ means

  • a false story

49. ‘Big bug’ means-

  • important person

50. ‘At a stretch’ means-

  • without break

Math Part Question Solution

[Article]

51. x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?

52. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?

  • উত্তরঃ ৭

53. x2-11x+30 এবং x3-4×2-15 এর গ.সা.গু. কত?

  • উত্তরঃ

54. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ৯ সে.মি. হলে এর উচ্ছতা কত সে.মি.?

  • উত্তরঃ

55. a:b = 2:3 এবং b:c = 6:7 হলে a:c = কত?

  • উত্তরঃ 2:7

56. Log√16 = কত?

  • উত্তরঃ 4

57. টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?

  • উত্তরঃ ২০%

58. x²-y(y-2) – 1 এর উৎপাদক নিচের কোনটি?

  • উত্তরঃ

59. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬º। ক্ষুদ্রতম কোণদ্বয়ের মান কত?

  • উত্তরঃ ৪২º

60. x4-x²-1 = 0 হলে x²-1⁄x² = কত?

  • উত্তরঃ

[Article]

61.  4(x+y), 10(x-y), 12(x^2-y^2) এর গসাগু কত?

  • উত্তরঃ ২

62. 0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD=3 সে.মি. হলে AB = কত সে.মি.?

  • উত্তরঃ ৬ সে.মি.

63. 28 ডিগ্রী কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?

  • উত্তরঃ ৩১º

64. দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং গুনফল 6 হলে, সংখ্যা দুটি বর্গের অন্তর কত?

  • উত্তরঃ 5

65. 3√3√x³ = কত?

  • উত্তরঃ x^2/3

66. একটি ঘনকের প্রতিটি ধার 5 সে.মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?

  • উত্তরঃ

67. শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে?

  • উত্তরঃ 6 বছর

68. 3+6+9+…..ভারতের কততম পদ 33 হবে?

  • উত্তরঃ 12

69. একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো। কলমটির বিক্রয় মূল্য ও ক্রয়  মূল্যের অনুপাত কত?

  • উত্তরঃ 11 : 10

70. ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

  • উত্তরঃ ১৫০

[Article]

71. ƒ(X)=2X^2+3X-1 হলে ƒ(0)= কত?

  • উত্তরঃ -1

72. 2^X-1=32 হলে X এর মান কত?

  • উত্তরঃ

73. ABCD সামন্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হল। ∠BAD = ১০০º হলে ∠BCE = কত ?

  • উত্তরঃ ১০০º

74. ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

  • উত্তরঃ ২০ সেকেন্ড

75. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত?

  • উত্তরঃ 45º

General Knowledge Part Question Solution

76. সর্বপ্রথম ‘বঙ্গ’ দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে-

  • ঐতরেয় আরণ্যক (বাংলা পাওয়া যায় আইন-ই আকবরী গ্রন্থে)

77. চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়-

  • বিজু

78. মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল?

  • ২ নম্বর

79. জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী?

  • জাইকা

80. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

  • মানিকগঞ্জ

[Article]

81. SPARRSO কোন মন্ত্রনালয়ের অধীন?

  • প্রতিরক্ষা মন্ত্রণালয়

82. NATO কোন ধরনের জোট?

  • সামরিক জোট

83. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন-

  • ডুরান্ড লাইন

84. ‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?

  • লাইবেরিয়া

85. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-

  • ৫ জুন

86. সংবিধানের ১৫ নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?

  • মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

87. বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়?

  • ১৯৯৮

88. বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে?

  • ২০১১

89. ‘Seven Sister’ কোন দেশে অবস্থিত? –

  • ভারত

90. আগরতলা মামলা প্রত্যাহার করা হয়-

  • ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯

[Article]

91. বাংলাদেশ সরকারি EPZ মোট কতটি?

  • ৮ টি

92. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

  • ক্যাপ্টেন এম মনসুর আলী

93. বাংলাদেশের প্রথম আদমশুমারী হয়-

  • ১৯৭৪

94. সংবিধানে কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-

  • ১৩৭ নং

95. নবায়নযোগ্য শক্তি কোনটি?

  • সমুদ্রের ঢেউ

96. ইতিহাসের জনক কে? –

  • হেরোডোটাস

97. টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়?

  • ২০১৫ , 25 শে সেপ্টেম্বর

98. ‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?

  • বেলজিয়াম

99. হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত হয়?

  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের

100. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধি লাভ করেন কত জন?

  • ৪২৬ জন

[Article]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top