NSI Junior Field Officer Exam Question Solution

NSI Junior Field Officer Exam Question Solution

NSI Junior Field Officer Exam Question Solution 2019. NSI Exam Question Solution. Junior Field Officer Exam Question. NSI Junior Field Officer Exam Question 2019. NSI Junior Field Officer Exam 2019. PMO NSI Question Solution. nsi.gov.bd

[Article]

Contents

NSI Junior Field Officer Exam

As, all we know NSI the word stand for National Security Intelligence. So, this organization is a matter of National Security. So, recruitment to this agency controlled by Prime Minister’s Office PMO. Thus, PMO published a new NSI Job Circular a few days ago.

However we publish NSI Exam Admit Card Download option on our website. So, that NSI exam candidates can download their Admit Card. NSI Junior Field Officer Exam is the largest vacancy post of this circular. So, the exam held today. There are a large number of vacancy on NSI Junior Field Exam Post.

[Text]

NSI Junior Field Officer Exam Question Solution

Finally, after a long wait NSI Field Officer Exam held today. So, many candidates are searching for the NSI Field Officer Exam Question. As possible as Field Officer Exam Question Solution. So, we made a full NSI Junior Field Officer Exam Question Solution.

Whatever, you can now see your NSI Junior Field Officer Exam Question Solve. As, we work hard to make the solution. But if you found any wrong information, or found any mistake, please comment in the below. So, that we can correct the error. Check the Full NSI Field Officer Exam Solution in the post below.

[Article]

সম্পূর্ণ সমাধানের কাজ চলছে। সবার আগে সমাধান পেতে আমাদের সাথেই থাকুন। কিছুক্ষন পরপর পেজটি রিলোড দিন।

NSI Bangla Part Question Solution

1. মহৌষধি এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • মহা + ওষধি

2. অনেক অভিজ্ঞতা আছে যার এক কথায় প্রকাশ।

  • অভিজ্ঞ

3. চোখ পাকানাে বাগধারাটির অর্থ?

  • ক্রোধ দেখানাে

4. Code এর পারিভাষিক শব্দ?

  • সংকেত (Code এর পারিভাষিক শব্দ সংকেত ও বিধি কিন্তু সংকেত আগে আছে তাই উত্তর সংকেত হবে)

5. সুলতানার স্বপ্ন গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা?

  • রােকেয়া সাখাওয়াত হােসেন

6. কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়?

  • সত্যেন্দ্রনাথ দত্ত

7. নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরামের প্রয়ােজন নাই?

  • বন্ধনী চিহ্ন

8. তুরুপ শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ওলন্দাজ শব্দ

9. দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি?

  • দেখে

10. হা- ঘরে বাগধারাটির অর্থ?

  • গৃহহীন

[Text]

11. পরাভব শব্দের পরা উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • বিপরীত

12. এক কথায় প্রকাশ কর৪ ‘যে নারীর হাসি সুন্দর’

  • সুচিস্মিতা

13. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

  • ধূমকেতু

14. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলােচিত হয়?

  • ধ্বনিতত্ত্বে

15. ভাষার কোন রীতি নাটক ও বক্তৃতায় অনুপযােগী?

  • সাধু রীতি

16. নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কি?

  • শব্দ

17. বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কয়র্টি?

  • ৩ টি

18. কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থার্টির জন্য কারাভােগ করেন?

  • আনন্দময়ীর আগমনে (১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় আনন্দময়ীর আগমনে প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক বৎসর কারাবণ করতে হয়)

19. নিচের কোনগুলাে কণ্ঠধ্বনি?

  • ক খ গ ঘ ঙ

20. নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা? এ পঙিক্তটি কার রচনা?

  • রামনিধি গুপ্ত

[Text]

NSI GK Part Question Solution

61. সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

  • ভারত ও পাকিস্তান

62. দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে আদালত সম্প্রতি কোন নদীকে জীবন্ত সত্তা ঘােষণা করে রায় দিয়েছে?

  • তুরাগ

63. পদ্মা সেতুর নিচের কোন দুটি জেলাকে যুক্ত করেছে?

  • মুন্সিগঞ্জের সাথে মাদারীপুর

64. নিচের কোন গােষ্ঠী পুর্বে মগ নামে পরিচিত ছিল?

  • রাখাইন

65. নিচের কোন প্রতিষ্ঠান ভৌগলিক নির্দেশক পণ্য এর স্বীকৃতি দেয়?

  • আন্তর্জাতিক মেধাস্বত্ব প্রতিষ্ঠান

66. নিচের কোন দেশটি থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে?

  • সৌদি আরব

67. নিচের কোন দেশটি কফি উৎপাদনে ও রপ্তানিতে বিশ্বে শীর্ষ আছে?

  • ব্রাজিল

68. ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত?

  • মরক্কো

69. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোন দেশের নাগরিক?

  • দক্ষিণ আফ্রিকা

70. মেক্সিকো কোন মহাদেশে অন্তর্ভুক্ত?

  • উত্তর আমেরিকা

[Text]

71. এশিয়া ও ইউরােপকে কোন প্রণালী পৃথক করেছে?

  • কোনটিও নয় (সঠিক বসফরাস)

72. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র কবে জারি করা হয় কবে?

  • ১০ এপ্রিল, ১৯৭১

73. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?

  • ভুটান

74. বাংলাদেশের সংবিধান কখন কার্যকর হয়?

  • ১৬ ডিসেম্বর ১৯৭২

75. বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধান রূপে আছে?

  • বাংলার প্রকৃতি কথা

76. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

  • রাঙ্গামাটি

77. নিচের কোন ভৌগােলিক রেখার্টি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে?

  • কর্কটক্রান্তি

78. বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত?

  • মৌলভীবাজার

79. মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে?

  • ৩ টি

80. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী?

  • তাজউদ্দীন আহমদ

[Text]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top