NSI Watcher Constable Exam Question Solution
NSI Watcher Constable Exam Question Solution 2019. Watcher Constable Question. NSI Watcher Constable Exam 2019. Watcher Constable Exam Question. NSI Watcher Constable Porikkhar Proshno. Watcher Constable Proshno Somadhan. NSI Watcher Exam Question Solution. nsi.teletalk.com.bd
[Text]
Recommends:
NSI Assistant Director Exam Question Solution
NSI Field Officer Exam Question Solution
Contents
Watcher Constable Exam 2019
National Security Intelligence is known as NSI. So, they confirm the national security. As, we can stay safe at our country. Thus, to provide this service NSI Authirity needs more people as well as Watcher Constable. So, that, NSI publish Watcher Constable Circular a few days ago.
So, this time NSI published circular for 17 different post. And the large vacancy is in the Watcher Constable Post. So, almost a large number of candidates apply for the post. There are 677 post vacant. So, NSI authority plan to take NSI Watcher Constable Exam on 18 October 2019.
[Text]
NSI Watcher Constable Exam Question
However many of the candidates apply for this post. Last week NSI Assistant Director Exam was held. So, then we publish the NSI Assistant Director Exam Question Solution on our website. After that day, NSI take Field Officer exam. So, we also published NSI Field Officer Exam Question Solution on our site.
So, today NSI Watcher Constable exam was held on morning. Thus we are publishing NSI Watcher Constable Question Solution on this post. If you are searching for NSI Watcher Constable Exam Proshno Somadhan please see in the below.
Watcher Constable Exam Question Solution
So, you are searching for this NSI job Question paper and Solution. You can now check your details in this post. Watcher Constable Bangla, English, General Knowledge GK Question Solution is published. Check the details Question Solution from below.
[Text]
NSI Bangla Part Solution
01.নিচের কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ নয়?
- মেদিনী
02. নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?
- আগাছা
03.নিচের কোনটি ফারসি শব্দ হতে আগত শব্দ?
- বেহেশত
04.যে শুনেই মনে রাখতে পারে, তাকে এক কথায় কি বলে?
- শ্রুতিধর
05.’ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কি?
- পার্থক্য
06.’ অপচয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
- উপচয়, সঞ্চয়
07.’ কল্লোল’ শব্দটির অর্থ কি?
- ঢেউ
08. নিচের কোনটি’ অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
- অনু+ এষণ
09. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল?
- বীরবল
10. ‘হাজার বছর ধরে’ কোন ধরনের রচনা?
- উপন্যাস এ
[Text]
11.’ অনিন্দ্য’ শব্দের অর্থ কোনটি ?
- নিন্দার অযােগ্য
12.’উপযুক্ত মিলন’ বােঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
- মনিকাঞ্চন যােগ
13. হস্তি’ শব্দটির বহুবচন কোনটি?
- হস্তিযূথ
14. বাংলা ব্যাকরণে পদ রয়েছে——– প্রকার
- ৫
15. ‘লিখিয়েছিলেন’ শব্দটির চলিত রূপ কোনটি?
- লিখছিলেন
16. ‘কাছা ঢিলা ‘ বাগধারাটির অর্থ কি?
- অসাবধান
17. বন্ধন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
- মুক্তি
18. ‘পােকা-মাকড় কোন সমাস যােগে গঠিত শব্দ?
- দ্বন্দ্ব
19. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- নিচষ্ট
20. নিচের কোনটি ‘ষড়ানন’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ষড়+ আনন
[Text]
NSI English Part Solution
Fill in the gap:
01. The train—– before Jashim reached the station.
- had left
02. Alam always ———– the truth.
- speaks
03. I am looking forward to ———- a reply from you.
- receiving
04. Manisha did the job without having ——– interest in it.
- little
05. Life is ——– short to worry about.
- too
Select the missing word:
06. He could not succeed despite working hard.
- no word missing
07.You can ask help by dialing the hotline number.
- for
08. Runa is tallest girl in the class.
- the
09. He was born a rich family.
- in
10. Vision 2021 aims making Bangladesh a middle income country.
- at
[Text]
Select the appropriate meaning of the word.
11. Confidential
- গোপনীয়
12. Inefficient
- অদক্ষ
13. Imaginary
- কাল্পনিক
14. Opponent
- প্রতিপক্ষ
15. Hospitable
- অতিথিপরায়ণ
Choose the correctly Spelled word
16. Excessive
17. President
18. Treason
19. Shoulder
20. Intelligence
[Text]
NSI General Knowledge Part Solution
01. বঙ্গবন্ধুর 7 ই মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃতি দেয়?
- ইউনেস্কো
02. বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি?
- স্বাধীনতা পুরস্কার
03. বর্তমানে বাংলাদেশে মােট কতগুলাে সিটি কর্পোরেশন রয়েছে?
- ১২টি
04. নীলগিরি নামক পর্যটন স্থান টি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- বান্দরবান
05. ‘SDG’এর পূর্ণরূপ কি?
- Sustainable Development Goal
06. মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
- ২নং
07. 2019 সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ প্রতিযােগিতায় রানার্স আপ হয় কোন দেশ?
- নিউজিল্যান্ড
08. নিচের কোন সালটি অধিবর্ষ?
- ২০১৬ সাল
09. ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলে প্রচলিত পল্লীগীতি?
- রংপুর
10. বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখে?
- ১৬ই ডিসেম্বর
[Text]
11. নিচের কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয়?
- ফিনল্যান্ড
12. বিভিন্ন দেশের শিশুদের উন্নতি, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘের কোন প্রতিষ্ঠানে কাজ করে?
- ইউনিসেফ
13. থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
- বাথ
14. সীতাকোট বিহার কোথায় অবস্থিত
- দিনাজপুর
15. জিম্বাবুয়ের দেশটি কোন মহাদেশে অবস্থিত?
- আফ্রিকা
16. বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গােয়েন্দা সংস্থার সদর দপ্তর কোন এলাকায় অবস্থিত
- সেগুনবাগিচা
17. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
- কর্ণফুলী
18. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে কোন সালে?
- ২০২১ সালে
19. নিচের কোন স্থানের ভৌগলিক উপনাম ১২ আউলিয়ার দেশ?
- চট্টগ্রাম
20. আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
- রাঙ্গামাটি
[Text]
NSI Math Part Question Solution
1. একটি সংখ্যা ৩০% যদি ১৩৫ হয়। তবে সংখ্যা টির ১৫% কত হবে?
- ৬৭৫
2. রাশেদ ১২০ টাকায় কয়েকটি মার্বেল কিনল। সে যদি ওই টাকায় ২ টি মার্বেল বেশি পেত তবে প্রতিটি মার্বেলের দাম গড়ে ২ টাকা কম পড়তাে, সে আসলে কত যে মাল কিনেছিল?
- ১০
3. এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছােট কোণকে বলা হয়?
- স্থূলকোণ
4. একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ৩ গুণ হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
- ৯ গুণ
5. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫:৬:৭ হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
- 70 ডিগ্রি
6. রহমান সাহেবের বর্তমান বয়স তার পুত্রের বয়সের ৬ গুন । ৮ বছর পূর্বে রহমান সাহেবের বয়স ছিল ২৮ বছর । ৭। বছর পর তার পুত্রের বয়স কত হবে ?
- ১৩ বছর
7. একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৫০। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ । ডেকের ভাড়া মাথাপিছু ১৫ টাকা এবং মােট ভাড়া ১২০০ টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?
- ৩০ জন
৪. দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ । তাদের লসাগু ১০৮। সংখ্যা দুটির যােগফল কত?
- 63
9. একটি ক্রিকেট দলের ১১ জন খেলােয়াড়ের বয়সের গড় ২৫ বছর । তাদের মধ্যে একজনের বয়স ৩৫ বছর হলে বাকি ১০ জনের বয়সের গড় কত বছর হবে ?
- ২৪ বছর
[Text]
10.১৫ জন চাষির একটি জমির ফসল কাটতে ২১ দিন লাগলাে। ৪৫ জন চাষীর ওই জমির ফসল কাটতে কতদিন লাগবে?
- ৭ দিন লাগবে
11.একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১০ মিটার । দুইটি কোনাকুনি আইল দাঁড়া একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?
- ২৫ বর্গমিটার
12.কোন ব্যাংকে টাকা জমা রাখলে তার ৫ বছর পর দ্বিগুণ হয়ে যায়। সরল সুদের হার কত?
- ২০%
13. একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। বইটি ক্রয় মূল্য কত টাকা ছিল?
- ২০০ টাকা
14. রহিম তার বেতনের টাকার১/৫ অংশ খরচ করে একটি শার্ট এবং ৫০০ টাকা খরচ করে একটি প্যান্ট কিনলাে। এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের ৪০% টাকা রয়ে গেল।রহিম কত টাকা বেতন পেয়েছিল?
- ১২৫০ টাকা
15. ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে কঃ খ কত?
- ১৯৪২
16. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার এবং অতিভুজ ১৩ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
- ৫৪ বর্গমিটার
17.২১,২৮,৮৪,এবং ৫৬ এর ল.সা.গু. কত?
- ৩৩৬
18, ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব ১৫০ কিলােমিটার। একটি বাসে করে ঢাকা থেকে ময়মনসিংহের পৌঁছাতে যদি বাসটির একটি গড় গতিবেগ ১৫ কিলােমিটার/ঘন্টা হবে ?
- ৮
19. একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ওই সংখ্যাটিকে ৯ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে ?
- ৫
20. একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৪.৫ । ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?
- ১০৫ রান
[Text]
Need Help?
We try to solve the question solution at our best. But if you still find any wrong or miss information on this post. Please let us know on the comment below. So, that we can solve the problem. Or if you need any further assistance please send us your feedback.